—প্রতীকী চিত্র।
ভারত-বাংলাদেশ সীমান্তে দু’টি পৃথক ঘটনায় দুই পাচারকারী ধরা পড়ল। উদ্ধার হয়েছে ২৮টি সোনার বিস্কুট। সীমান্তরক্ষী বাহিনী সূত্রের খবর, বাজেয়াপ্ত হওয়া সোনার দাম প্রায়
দু’কোটি টাকা। পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গাইঘাটার আংরাইল সীমান্তে এক মহিলাকে ব্যাগ হাতে আসতে দেখে ৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা তাঁকে দাঁড়াতে বলেন। কিন্তু ওই মহিলা পালানোর চেষ্টা করেন। তখন বিএসএফের মহিলা রক্ষীরা তাঁকে ধরে ফেলেন। ধৃত মহিলার নাম যশোদা শিকদার। তাঁর বাড়ি আংরাইলের ঘোষপাড়ায়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ১২টি সোনার বিস্কুট উদ্ধার হয়।
জেরায় যশোদা জানান, তাঁর বাড়ির রান্নাঘরের বাগানে আরও ১০টি সোনার বিস্কুট লুকোনো আছে। জওয়ানেরা মহিলাকে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছন। তল্লাশি চালিয়ে সেই বিস্কুটগুলিও উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, দিনকয়েক আগে যশোদাকে একটি প্যাকেটে ওই বিস্কুট রাখতে দিয়েছিলেন এক বাংলাদেশি।
অন্য একটি ঘটনায়, গাবর্ডা এলাকা থেকে ছ’টি সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে আটক
করেছেন বিএসএফের ১০৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। ধৃতের নাম সুজিত রায়। তাঁর বাড়ি স্বরূপনগর থানার নাইপাড়া এলাকায়। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এ কে আর্য বলেন, ‘‘চোরাকারবারিরা সীমান্তের গরিব মানুষকে টাকার লোভ দেখিয়ে ফাঁদে ফেলে অপরাধ করায়। সীমান্ত এলাকার বাসিন্দাদের কেউ সোনা পাচার সংক্রান্ত তথ্য বিএসএফকে জানালে তাঁকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি ওই ব্যক্তির পরিচয়ও গোপন রাখা হবে।’’