নিজস্ব চিত্র
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ভর দুপুরে গুলি চালাল দুষ্কৃতীরা। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মোহনপুর থানা এলাকায় ব্যারাকপুর-বারাসত রোডের উপর একটি বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনায় দু’জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের ইতিমধ্যেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে।
দিনেদুপুরে গুলিচালনার ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে মোহনপুর এলাকায়। ওই বিরিয়ানির দোকানটি ব্যারাকপুর-বারাসত রোডের উপরেই। প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা ব্যারাকপুর থেকে বারাসতের দিকেই যাচ্ছিল। যাওয়ার পথে বিরিয়ানির দোকানের উল্টো দিকে বাইক দাঁড় করিয়ে দুষ্কৃতীরা গুলি ছুড়তে আরম্ভ করে। এই ঘটনায় বিরিয়ানির দোকানের এক কর্মী ও বিরিয়ানি কিনতে আসা এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। এর পর স্থানীয়েরাই তাঁদের বিএন বসু হাসপাতালে ভর্তি করান।
গুলি চলার খবর পেয়েই ঘটনাস্থলে আসে মোহনপুর থানার পুলিশ। এসেছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের শীর্ষ কর্তারাও। প্রসঙ্গত, সম্প্রতিই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায় যুক্ত করা হয়েছে এই মোহনপুর থানা। পুলিশ সূত্রে খবর, কী কারণে ওই বিরিয়ানির দোকানে গুলি ছুড়ল দুষ্কৃতীরা, তা এখনও পরিষ্কার নয়। বিরিয়ানির দোকানের সিভিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে স্থানীয়দেরও।