নিজস্ব চিত্র
বিশেষ তরল ও পাউডার প্রয়োগ করে উজ্জ্বল করে দেওয়া হবে পুরনো সোনার গয়না, এমন লোভ দেখিয়ে সোনার হার হাতিয়ে পালাতে গিয়ে ধরা পড়লেন দুই ব্যক্তি। শুক্রবার উত্তর ২৪ পরগনার গাইঘাটার ইছাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। গ্রামের বাসিন্দা ধীরেন বিশ্বাসের বাড়ির লোকেরা জানিয়েছেন, শুক্রবার দুপুরে ‘পীতাম্বরী পাউডারে’ গয়নার ঔজ্জ্বল্য ফেরানোর দাবি করে দু’ই ব্যক্তি আসেন। তাঁরা প্রথমে একটি নকল সোনার গয়না পরিষ্কার করে দেন। তার পরেই বলেন সোনা বা রূপোর গয়না দিতে, তাঁরা পরিষ্কার করে দেবেন।
সেই সময় বাড়ির মহিলা শিবানী বিশ্বাসের গলায় একটি সোনার হার দেখতে পান দু’জনে। তাঁরা ওই হার খুলে দিতে বলেন। শিবানী হার খুলে পরিষ্কার করতে দেন। ওই দু’ই প্রতারক সোনা পরিষ্কার করার নামে হার হাতিয়ে নিয়ে একটি খালি প্যাকেট দেন। দিয়ে বলেন এক ঘণ্টা সেটি না খুলে রাখতে। কিন্তু সন্দেহ হওয়ায় ওই প্যাকেট খুলে দেখা যায়, হার উধাও। সঙ্গে সঙ্গে বিষয়টি নজরে পড়ায় বেশি দূর যেতে পারেননি প্রতারকরা। বাড়ির লোকেদের চিৎকারে প্রতিবেশীরা প্রতারকদের তাড়া করে ধরে ফেলেন। ঘটনাস্থলে পৌঁছে প্রতারকদের আটক করে গাইঘাটা থানার পুলিশ ।