— প্রতিনিধিত্বমূলক চিত্র।
গুলি চলার ঘটনায় উত্তেজনা দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। এ বার এক ব্যবসায়ীকে গুলি করে তাঁর কাছ থেকে নগদ টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের উত্তর কাশীপুর থানার বেলেদানা এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, জানা গিয়েছে বামুনিয়া এলাকায় ওই সব্জি ব্যবসায়ীর বাড়ি। শনিবার রাতে বেলেদানা বাজারে পাইকাপি হারে সব্জি কিনতে যাচ্ছিলেন তিনি। তবে বাজারে পৌঁছনোর আগে এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁর পথ আটকে দাঁড়ায়। দু’এক কথার মধ্যে আচমকা গুলি চালায় ওই দুষ্কৃতী। সেই সঙ্গে ব্যবসায়ীর কাছে থাকা ১৬ হাজার টাকা ছিনতাই করে রাতের অন্ধকারে পালিয়ে যায় সে।
পরে স্থানীয় কয়েক জন গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীকে রাস্তা থেকে উদ্ধার করেন। খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা হচ্ছিল জখম ব্যক্তির। কিন্তু তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই কলকাতায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
রবিবার আবার ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ। গুলি চলা এবং ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।