NPCIL Recruitment 2025

নিউক্লিউয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেডে ৪০০ শূন্যপদ, কারা আবেদন জানাতে পারবেন?

শিক্ষানবিশদের বৃত্তির পরিমাণ হবে মাসে ৭৪,০০০ টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৭:৫১
Share:

প্রতীকী চিত্র।

রাষ্ট্রায়ত্ত সংস্থা নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এনপিসিআইএল)-এ কর্মখালি। সম্প্রতি সেই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। তাতে জানানো হয়েছে, সংস্থায় একাধিক শূন্যপদে নিয়োগ হবে। এর জন্য আগ্রহীদের থেকে আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। যা শুরু হবে বৃহস্পতিবার থেকে।

Advertisement

সংস্থায় নিয়োগ হবে একজ়িকিউটিভ ট্রেনি বা শিক্ষানবিশ পদে। মোট শূন্যপদের সংখ্যা ৪০০। সংস্থার মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেক্ট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন এবং সিভিল বিভাগে শিক্ষানবিশদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ মিলবে। প্রশিক্ষণ চলবে এক বছরে ধরে। দেশে বা বিদেশের কোনও অঞ্চলে সংস্থার প্রয়োজন অনুযায়ী নিযুক্তদের পোস্টিং দেওয়া হতে পারে।

একজ়িকিউটিভ ট্রেনি পদে আবেদনকারীদের বয়স হতে হবে ২৬ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে বিই/ বিটেক/ বিএসসি (ইঞ্জিনিয়ারিং)/ পাঁচ বছরের এমটেক কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউট টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট)-এর ২০২৩, ’২৪ বা ’২৫ সালের পরীক্ষায় যথাযথ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।

Advertisement

শিক্ষানবিশদের বৃত্তির পরিমাণ হবে মাসে ৭৪,০০০ টাকা। প্রশিক্ষণ যথাযথ ভাবে শেষ হলে তাঁদের সংস্থায় সায়েন্টিফিক অফিসার/ সি পদে নিয়োগ করা হবে। সেই সময়ে তাঁদের পারিশ্রমিকের পরিমাণ আরও বাড়বে। নিযুক্তদের এ ছাড়াও অন্য সুযোগসুবিধা দেওয়া হবে।

প্রথম স্তরে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করা হবে গেট-এ প্রাপ্ত নম্বরের মাধ্যমে। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংস্থায় কর্মী নিয়োগ করা হবে।

আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন করতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা ছাড়া বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০০ টাকা। আবেদনের শেষ দিন আগামী ৩০ এপ্রিল। এই বিষয়ে বিস্তারিত জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement