হাসনাবাদে তৃণমূল নেতাকে বহিষ্কার

বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে প্রচারের অভিযোগে হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আবু সুফিয়ান মণ্ডলকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।তদন্ত করে শনিবার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ২৬ জুন ২০১৬ ০৬:২৩
Share:

বিধানসভা নির্বাচনে সিপিএমের হয়ে প্রচারের অভিযোগে হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আবু সুফিয়ান মণ্ডলকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল।

Advertisement

তদন্ত করে শনিবার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, দল বিরোধী কাজ করলে কোনও ভাবে দল কাউকে ক্ষমা করবে না। ইতিমধ্যে আবু সুফিয়ান মণ্ডলের বিরুদ্ধে দলের সদস্যরাই দুর্নীতির অভিযোগে অনাস্থা এনেছে। বিধানসভা নির্বাচনে বসিরহাট উত্তর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন এটিএম আব্দুল্লা রনি। তাঁর বিরুদ্ধে জোট প্রার্থী হন সিপিএমের রফিকুল ইসলাম। ভোটের ফল প্রকাশের পরে দেখা যায় তৃণমূল প্রার্থী মাত্র ৪৬২ ভোটের ব্যবধানে জোট প্রার্থীর কাছে পরাজিত হন। এ বারের নির্বাচনে আবু সুফিয়ানকে প্রার্থী না করে এটিএম আবদুল্লা রণিকে প্রার্থী করা হয়। এই রাগেই আবু সিপিএমের হয়ে প্রচার করেছেন বলে অভিযোগ। এ বিষয়ে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নারায়ণ গোস্বামী বলেন, ‘‘সব দিক খতিয়ে দেখার পর রাজ্যের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ তবে চেষ্টা করেও এ বিষয়ে আবু সুফিয়ানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement