ISF

উত্তপ্ত ক্যানিং, আইএসএফ-এর বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের

তৃণমূলের অভিযোগ মানতে নারাজ আইএসএফ নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৭:১৬
Share:

নিজস্ব চিত্র

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। প্রকাশ্য দিবালোকে তৃণমূল কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল আব্বাস সিদ্দিকির দল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার ইটখোলা অঞ্চলের লস্করপাড়া গ্রামে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূলের উপপ্রধান-সহ বেশ কয়েকজন কর্মী। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। তবে তৃণমূলের অভিযোগ মানতে নারাজ আইএসএফ নেতৃত্ব।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার অঞ্চলে পঞ্চায়েতের উদ্যোগে ম্যানগ্রোভ চারা লাগানোর কাজ শুরু হয়েছে। রবিবার সেই কাজ দেখভাল করতে গিয়েছিলেন স্থানীয় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান খতিব সর্দার। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন তৃণমূলকর্মীও। অভিযোগ, ফেরার পথে তাঁকে ঘিরে মারধর শুরু করে বেশকিছু দুষ্কৃতী। মারধরের ফলে উপপ্রধান-সহ কয়েকজন তৃণমূল কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ। আক্রান্তরা সকলেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূলের অভিযোগ, আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দাস বলেন, ‘‘ভোটের পর থেকেই এলাকায় সন্ত্রাস ছড়াচ্ছে আইএসএফ। তৃণমূল কর্মীদের মারধর করছে। পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। আশা করি তারাই আইনানুগ ব্যবস্থা নেবে।’’ তবে তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শীর্ষ নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement