এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই-এর শাখা থেকে লক্ষ লক্ষ টাকা ও সোনা চুরির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় গ্রেফতার তিন জন। উদ্ধারও হয়েছে চুরি যাওয়া টাকার অধিকাংশ। ধৃতদের নাম আরিফ হোসেন, সায়েফ হোসেন এবং রুবিনা বিবি। আরিফ এসবিআই-এর প্রাক্তন কর্মী। সায়েফ সম্পর্কে আরিফের ভাই। আর রুবিনা সায়েফের স্ত্রী।
গত ২৬ নভেম্বর ব্যাঙ্ক খোলার পরেই কর্মীরা জানতে পারেন, ব্যাঙ্ক থেকে ৭৫ লক্ষ টাকা নগদ এবং প্রচুর সোনাগয়না চুরি যায়। ওই ঘটনার তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দম্পতি আরিফ এবং সায়েফ ব্যাঙ্কের ওই শাখার পাশেই থাকেন। তাঁদের নিত্য ব্যাঙ্কে যাতায়াতও ছিল। ব্যাঙ্কের গ্রাহকদের নানা কাজে সাহায্য করতেন তাঁরা। তাঁরাই নকল চাবি তৈরি ওই কাণ্ড ঘটিয়েছেন। সাহায্য করেছেন আরিফ।
রবিবার ডিআইডি আকাশ মাঘারিয়া জানান, স্বামী-স্ত্রী মিলে চুরি করেছেন। ব্যাঙ্কে কোথাও কোনও ভল্ট ভাঙা হয়নি। নকল চারি তৈরি করে চুরি করেছিলেন দম্পতি।