ধৃতদের নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। নিজস্ব চিত্র।
সস্ত্রীক বিজেপি নেতাকে মারধর করার অভিযোগে বনগাঁয় তিন বিজেপিকর্মীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ওই ঘটনায় তিন জনের বিরুদ্ধে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়।
ধৃতেরা বিজয় মণ্ডল, দীনবন্ধু তরফদার এবং পরিমল বিশ্বাস। এঁদের মধ্যে বিজয় চাঁদপাড়া পশ্চিম মণ্ডলের সাধারণ সম্পাদক। ধৃতদের সোমবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। ধৃতেরা সকলেই বিজেপিকর্মী। তাঁদের মধ্যে বিজয় আদালতে যাওয়ার পথে বলেন, ‘‘এটা সাজানো ঘটনা। অর্ণব শূর দীর্ঘ দিন ধরে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। ওঁর স্ত্রী জামাকাপড় ছিঁড়ে আমাদের ফাঁসিয়ে দিয়েছে।’’
এমনিতেই মতুয়া-ক্ষোভের জেরে অস্বস্তিতে রাজ্য বিজেপি। সেই আবহেই রবিবার প্রকাশ্যে চলে আসে গোষ্ঠীকোন্দল। ওই দিন বিকেলে উত্তর ২৪ পরগনায় কালুপুরে একটি কর্মী সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। ওই সভায় দলে নতুন সদস্যদের ফর্ম পূরণ নিয়ে গন্ডগোল বাধে। অভিযোগ, সেই সময় লতিকা শূর এবং তাঁর স্বামী তথা পঞ্চায়েত সমিতির সদস্য অর্ণবকে মারধর করা হয়। দু’জনের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। তাঁরা দু’জনেই বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি। এ নিয়ে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, ‘‘এটা অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝি। সমস্যা মিটে যাবে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এটা একটা ঘটনা ঘটে গিয়েছে।’’