District News

বনগাঁর কালীতলার মেলায় নেই জৌলুষ, কোভিড আতঙ্কে ফাঁকা প্রাঙ্গণ

বনগাঁ শহরের এই সাতভাই কালীতলা পুরাতন বনগাঁ হিসেবে পরিচিত। কথিত আছে, আনুমানিক  ৪০০ বছর আগে এক জমিদার বাড়িতে সাত ভাই-এর দল ডাকাতি করতে যায় ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ১৯:২৪
Share:

বনগাঁ শহরের এই সাতভাই কালীতলা পুরাতন বনগাঁ হিসেবে পরিচিত। কথিত আছে, আনুমানিক  ৪০০ বছর আগে এক জমিদার বাড়িতে সাত ভাই-এর দল ডাকাতি করতে যায় । নিজস্ব চিত্র

করোনা এ বার থাবা বসালো বনগাঁর সাতভাই কালীতলা মেলাতেও। পৌষ মাস জুড়ে এই কালী মন্দির চত্বরে মেলা বসে। দূর দূরান্তের মানুষ এসে এই মন্দিরে পুজো দিয়ে মেলাতে অংশ নেন। কিন্তু এ বারে পৌষের শুরুতে এই মেলায় লোকের সমাগম অনেক কম। করোনা সতর্কতার জন্যই লোক কম বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ। করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মন্দির কর্তৃপক্ষও একসঙ্গে ১০ জনের বেশি প্রবেশ করতে দিচ্ছেন না। এর পাশাপাশি সারাক্ষণ মাইকে ঘোষণা করা হচ্ছে করোনা স্বাস্থ্যবিধি নিয়ে। মাক্স ছাড়া কাউকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, মন্দির কর্তৃপক্ষের তরফে জানিয়েছেন পুরোহিত অনুপ চক্রবর্তী।

Advertisement

বনগাঁ শহরের এই সাতভাই কালীতলা পুরাতন বনগাঁ হিসেবে পরিচিত। কথিত আছে, আনুমানিক ৪০০ বছর আগে এক জমিদার বাড়িতে সাত ভাই-এর দল ডাকাতি করতে যায় । সেই জমিদারবাড়ির সমস্ত কিছু নেওয়ার পর মন্দিরের বাসন সামগ্রীও ডাকাতি করে। ডাকাতির পরে জমিদার বাড়ির মন্দিরের জাগ্রত মা ডাকাতদের উদ্দেশ্যে বলেন, ‘তোরা আমার সবই যখন নিয়ে যাচ্ছিস, তখন আমাকেও নিয়ে চল।’ আদেশ মতো মায়ের মূর্তিকে নিয়ে আসে ওই ডাকাতদল। ডাকাতদের আস্তানা সেই পুরাতন বনগাঁতে এসে চক্রবর্তীর পরিবারের হাতে পুজোর দায়িত্ব দেয় তারা।

ইছামতী নদীর পাড়ে বটগাছের নীচে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয়। তারপর থেকে এই মন্দিরের নাম হয় ‘সাতভাই কালীতলা।’ বনগাঁ সাতভাই কালীতলায় পৌষ মাস জুড়ে শুরু হয় মেলা। প্রতি শনি ও মঙ্গলবার এই মেলাতে বনগাঁর পাশাপাশি দূরদূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী সমাগম ঘটে। কালীতলা বিশ্ববন্ধু শিক্ষানিকেতন স্কুলের শিক্ষক চৈতন্য তরফদার জানান, ‘‘প্রতিবছর মন্দিরের মাঠে খিচুড়ি রান্না হয়, অনেক লাইন পড়ে। কিন্তু এবার সেসব কিছুই নেই।’’

Advertisement

স্থানীয় এক বাসিন্দা বরুণ ভট্টচার্য জানান, ‘‘এবারে করোনা নিয়ে মানুষ সতর্ক। সেই কারণে মন্দিরে পুজো দিয়ে কোনও রকমে চলে যাচ্ছেন।’’

আরও পড়ুন:এনআরসি-ক্ষুব্ধ শান্তনু ঠাকুর কি দলে থাকবেন, উদ্বেগে বিজেপি

আরও পড়ুন: পিসির বাগানের ফুল শুকিয়েছে, মালদহে বিতর্কিত মন্তব্য সায়ন্তনের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement