Sodepur

সোদপুরে খুলি মেলার খবর পেয়েও কেন পরদিন উদ্ধারে পুলিশ

খুলিটি পুরুষের না মহিলার, তাঁর আনুমানিক বয়স কত এবং খুলিটি কত পুরনো, সে সব জানতে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে সেটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৯
Share:
সোদপুরের অমরাবতী মাঠ থেকে উদ্ধার হয়েছে এই খুলিটি। শুক্রবার।

সোদপুরের অমরাবতী মাঠ থেকে উদ্ধার হয়েছে এই খুলিটি। শুক্রবার। —নিজস্ব চিত্র।

সোদপুরে অমরাবতী মাঠের জঙ্গল সাফ করার সময়ে উদ্ধার হয়েছে মানুষের খুলি। বুধবার বিকেলে খুলিটির সন্ধান মিললেও পুলিশ তা পরের দিন সকালে কেন উদ্ধার
করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, খুলিটি পুরুষের না মহিলার, তাঁর আনুমানিক বয়স কত এবং খুলিটি কত পুরনো, সে সব জানতে কামারহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে সেটি।

Advertisement

ব্যারাকপুরের নগরপাল অজয় ঠাকুর বলেন, ‘‘অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।’’ সোদপুরের অমরাবতী মাঠের জঙ্গল থেকে যে খুলিটি উদ্ধার
হয়েছে, সেটির দু’টি ছবি প্রকাশ্যে এসেছে। যা ঘিরে তৈরি হয়েছে
সংশয়। কারণ, বৃহস্পতিবার সকালে যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে, যেখানে খুলিটি পড়ে
রয়েছে, সেখানকার মাটি শুকনো এবং খুলিটিও শুকনো মাটি-ধুলো মাখা। ওই দিন রাতে আরও একটি
ছবি প্রকাশ্যে আসে। তাতে দেখা যায়, ওই একই জায়গায় ভিজে মাটিতে রয়েছে খুলিটি। এবং তাতে লাল ছোপ। প্রশ্ন হল, দু’টি ছবি কী একই ঘটনার? যদি তা-ই হয়, তা হলে দু’রকম কেন?

সূত্রের খবর, বুধবার বিকেলে জঙ্গল সাফ করার সময়ে শ্রমিকেরা খুলিটি দেখতে পান। তাঁদের থেকে জানতে পারেন স্থানীয়েরাও। এমনকি, স্থানীয় পুরপ্রতিনিধি তথা পানিহাটির পুরপ্রধান মলয় রায়ও বলেন, ‘‘শ্রমিকেরা জঙ্গল সাফ করার সময়ে খুলিটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।’’

Advertisement

বৃহস্পতিবার সকালে গিয়ে খুলিটি উদ্ধার করে খড়দহ থানার পুলিশ। ব্যারাকপুরের পুলিশ
আধিকারিকদের দাবি, বৃহস্পতিবার বৃষ্টির কারণে খুলি ও মাটি ভিজে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, বুধবার বিকেলে জানা গেলেও খুলিটি ফেলে রাখা হল কেন? যেখানে অমরাবতী মাঠ একটি জনবহুল এলাকায়। আশপাশে কোনও শ্মশান, কবরখানা বা মর্গ নেই। তাই সেখানে কী ভাবে মানুষের খুলি এল, তা নিয়ে দ্রুত তদন্তের প্রয়োজন ছিল।

প্রশ্ন উঠেছে, পুরপ্রধানই বা কেন পুলিশকে বুধবারই বলেননি? এই প্রসঙ্গে মলয় বলেন, ‘‘পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছি।’’ স্থানীয়দের অভিযোগ,
সোদপুরের অমরাবতী মাঠ হস্তান্তর নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। সেখানে খুলি পাওয়া এবং তা দেরিতে উদ্ধার নিয়েও একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। খুলি পাওয়ার ওই স্থানে মৃতের দেহের কোনও অবশিষ্ট অংশ বা হাড়গোড় রয়েছে কিনা, তারও খোঁজ শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement