মিলল ২৫ কেজির তেলিয়াভোলা।
আবারও মৎস্যজীবীদের জালে উঠে এল বিশালাকৃতির তেলিয়াভোলা মাছ। শনিবার দক্ষিণ ২৪ পরগনার সাগরের দেবী মথুরাপুরে মৎস্যজীবীদের জালে ধরা পড়ে মাছটি। সেটির ওজন কমপক্ষে ২৫ কেজি। রবিবার নিশ্চিন্তপুর মাছের আড়তে প্রায় ৩০ হাজার টাকায় নিলাম করে মাছটি বিক্রি হয়৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবী মথুরাপুরের বাসিন্দা বিল্বমঙ্গল রায়-সহ তিন জন মৎস্যজীবী বটতলা নদীতে মাছ ধরছিলেন। সন্ধ্যা নাগাদ তাঁদেরই জালে উঠে আসে ২৫ কেজির তেলিয়াভোলা। বিশালাকৃতির ওই মাছটি দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। পরে রবিবার নিশ্চিন্তপুর আড়তে ওই মাছটি ৩০ হাজার টাকায় মাছটি কিনে নেন কলকাতার এক মৎস্যজীবী৷
মাছ বিক্রির পর বিল্বমঙ্গল বলেন, ‘‘পরিবারে তো দীর্ঘ দিন ধরেই অভাব। নদীতেও তেমন মাছ পাচ্ছিলাম না। হঠাৎ এই ভাবে তেলিয়াভোলা মাছ পাওয়া আমাদের কাছে লটারি পাওয়ার সমান।’’ এক আড়ত মালিকও বলেন, ‘‘এই মাছের পটকা ক্যাপসুলের খোল তৈরিতে ব্যবহৃত হয়। যার ফলে এই মাছ মহা মূল্যবান। আমাদের এ দিকে সাগর এবং হুগলির মোহনার কাছে কালেভদ্রে জালে উঠে আসে এই মাছ।’’