প্রতীকী ছবি
স্কুলের মধ্যেই দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বৃহস্পতিবার শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। জয়নগরের একটি স্কুলের ঘটনায় ধৃত শিক্ষকের নাম সুদীপ সেনগুপ্ত।
বুধবার যোগ ব্যায়াম করানোর নাম করে কয়েকজন ছাত্রীকে দোতলায় নিয়ে যান ওই শিক্ষক। সেখানেই এক ছাত্রীর সঙ্গে বছর পঞ্চাশের শিক্ষক অশালীন আচরণ করেন বলে অভিযোগ। বাড়ি গিয়ে বিষয়টি জানায় ওই ছাত্রী। এ দিন অভিভাবকেরা স্কুলে এসে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান। শুধু ওই ছাত্রীই নয়, বিভিন্ন সময় প্রথম, দ্বিতীয় শ্রেণির অন্য ছাত্রীদের সঙ্গেও সুদীপ্ত অশালীন আচরণ করেছেন বলে অভিযোগ।
এ দিন ওই সব ছাত্রীর অভিভাবক-সহ আরও অনেকে স্কুলের সামনে জড়ো হন। শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভও দেখান তাঁরা। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশে এ দিন বেশ কয়েকজন পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অনেকেই ওই শিক্ষকের বিরুদ্ধে আপত্তিকর ব্যবহারের অভিযোগ তুলেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় নারায়ণীতলা পঞ্চায়েতের প্রধান অশোক সাহা বলেন, ‘‘সকালে খবর পেয়েই স্কুলে যাই। অভিভাবকদের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিক।’’
জয়নগর উত্তর চক্রের স্কুল পরিদর্শক কৃষ্ণেন্দু ঘোষের কথায়, ‘‘ঘটনাটা শুনেছি। এ ব্যাপারে জেলা শিক্ষা আধিকারিক, প্রাথমিক বিভাগের চেয়ারম্যানের সঙ্গেও কথা হয়েছে। আইন আইনের পথে চলবে। দোষী প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে।’’