Robbery

ফাঁকা বাড়িতে চুরি

পুলিশ জানিয়েছে, সায়ক ও রুনা মৈত্র নামে ওই দম্পতি ওড়িশা বেড়াতে গিয়েছিলেন। তাঁদের বাড়িতে রাতে পাহারা দেওয়ার জন্য যিনি ছিলেন, তিনি ভোর সাড়ে ৩টে নাগাদ বেরিয়ে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ০৬:০৫
Share:

—প্রতীকী চিত্র।

বাড়ির মালিক সপরিবারে বেড়াতে গিয়েছিলেন। রাতে তাঁদের বাড়ি পাহারার দায়িত্বে থাকা ব্যক্তি ভোরের দিকে বেরিয়ে যেতেই তালা ভেঙে ঢুকে তিনটি আলমারি ভেঙে চুরি করে পালাল চোরেরা। ব্যারাকপুর কমিশনারেটের টিটাগড় থানা এলাকার লালকুঠি এলাকায়, শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, সায়ক ও রুনা মৈত্র নামে ওই দম্পতি ওড়িশা বেড়াতে গিয়েছিলেন। তাঁদের বাড়িতে রাতে পাহারা দেওয়ার জন্য যিনি ছিলেন, তিনি ভোর সাড়ে ৩টে নাগাদ বেরিয়ে যান। তার পরেই হানা দেয় চোরেরা। অভিযোগ, দোতলার ঘরের তিনটি আলমারি থেকে নগদ টাকা ও গয়না চুরি গিয়েছে। বারান্দায় রাখা সাইকেলটিও চোরেরা নিয়ে গিয়েছে বলে অভিযোগ। এ দিনই ওই দম্পতি বাড়ি ফেরেন। তদন্তকারীরা জানান, পরিচিত কেউ এই কাজ করেছে বলে প্রাথমিক ভাবে অনুমান। তবে বাড়ি ফাঁকা রেখে কোথাও গেলে পুলিশকে জানিয়ে যাওয়ার কথা বলা হলেও বেশিরভাগই যে তা করেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে তা উল্লেখ করেছেন ব্যারাকপুরের নগরপাল অলোক রাজোরিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement