পথদুর্ঘটনা গঙ্গাসাগরে যাওয়ার পথে। নিজস্ব ছবি।
গঙ্গাসাগরে যাওয়ার পথে দুর্ঘটনায় অ্যাম্বুল্যান্স ও যাত্রিবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন পুণ্যার্থী-সহ ১০ জন। তাঁদের মধ্যে দু’টি গাড়ির চালক-সহ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের চেষ্টায় সকলকে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার বেলা দেড়টা নাগাদ কৃষ্ণনগরের কাছে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে খবর, অ্যাম্বুল্যান্সটি সাগর থেকে কচুবেড়িয়ার দিকে যাচ্ছিল। পুণ্যার্থীদের গাড়িটি যাচ্ছিল গঙ্গাসাগরের দিকে। পথে বিনোদমোড় বাসস্ট্যান্ডের কাছে অ্যাম্বুল্যান্সটি নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের গাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দু’টি গাড়িই। খবর পেয়েই ঘটনাস্থলে আসে সাগর থানার পুলিশ। ক্রেন দিয়ে দু’টি গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার জেরে কচুবেড়িয়া থেকে গঙ্গাসাগরের রাস্তায় কিছু ক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়।