ত্রাণ বিলি প্লাবিত এলাকায়

সপ্তাহ কয়েক আগে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হিঙ্গলগঞ্জের পুকুরিয়া গ্রাম। চাষের জমি চলে গিয়েছিল জলের নীচে। জল কমলেও মাটির বাড়ি ভেঙে যাওয়ায় অনেকেই এখনও খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হিঙ্গলগঞ্জ শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৬ ০২:০৬
Share:

সপ্তাহ কয়েক আগে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল হিঙ্গলগঞ্জের পুকুরিয়া গ্রাম। চাষের জমি চলে গিয়েছিল জলের নীচে। জল কমলেও মাটির বাড়ি ভেঙে যাওয়ায় অনেকেই এখনও খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধিরা।

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরিয়া গ্রামে পোশাক এবং পলিথিন নিয়ে যান বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি এবং হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল। সাংসদ বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর একটাই লক্ষ্য, দলমত নির্বিশেষে, বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ানো। তাদের উন্নয়ন করা। তাই আমরা এখানে এসেছি।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৬ সেপ্টেম্বর হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর বাঁধ বসে পুকুরিয়া গ্রামের একাংশে নোনা জল ঢোকে। নষ্ট হয়ে যায় পুকুরের মাছ, জমির ফসল। ভেঙে পড়ে মাটির বাড়ি।

Advertisement

বিধায়ক দেবেশবাবু বলেন, ‘‘ব্লক আধিকারিকদের বলা হয়েছে দুর্গতদের ঘর মেরামতির কাজ দ্রুত শেষ করতে হবে।’’ মাছ এবং ফসলের ক্ষতিপূরণের চেষ্টা চলছে বলেও জানান বিধায়ক। বৃহস্পতিবার রাতেই হিঙ্গলগঞ্জ এবং সান্ডেলেরবিল এলাকায় নিজের সাংসদ কোটার টাকায় দু’টি হাইমাস্ট আলোর উদ্বোধন করেন ইদ্রিশ আলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement