ক্যানিং লাইনের বিদ্যাধরপুর স্টেশনে ট্রেন অবরোধ

শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে বিদ্যাধরপুর স্টেশনে নানা দাবিতে অবরোধ সোমবার করলেন স্কুলের ছাত্রছাত্রী ও নিত্য যাত্রীরা। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল পৌনে ১০টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ করেন তাঁরা। ফলে ট্রেন চলাচল কিছু ক্ষণের জন্য থমকে যায়। অবরোধকারীদের দাবি, অবিলম্বে লেভেল ক্রসিং তৈরি করতে হবে, পাশাপাশি, ছাত্রছাত্রীরা যাতে সঠিক সময়ে স্কুল-কলেজে পৌঁছতে পারে তার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা। এ ছাড়াও স্টেশনে পানীয় জল, শৌচাগার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও এই তালিকায় রেখেছেন অবরোধকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ১৩:৫৬
Share:

ট্রেন অবরোধে ছাত্রছাত্রীরা।

শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনে বিদ্যাধরপুর স্টেশনে নানা দাবিতে অবরোধ সোমবার করলেন স্কুলের ছাত্রছাত্রী ও নিত্য যাত্রীরা। পুলিশ সূত্রে খবর, এ দিন সকাল পৌনে ১০টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ করেন তাঁরা। ফলে ট্রেন চলাচল কিছু ক্ষণের জন্য থমকে যায়। অবরোধকারীদের দাবি, অবিলম্বে লেভেল ক্রসিং তৈরি করতে হবে, পাশাপাশি, ছাত্রছাত্রীরা যাতে সঠিক সময়ে স্কুল-কলেজে পৌঁছতে পারে তার জন্য অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা। এ ছাড়াও স্টেশনে পানীয় জল, শৌচাগার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও এই তালিকায় রেখেছেন অবরোধকারীরা।

Advertisement

ছবি: শশাঙ্ক মণ্ডল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement