— প্রতীকী ছবি।
চিকিৎসা করার নামে এক যুবতীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। ঘটনাচক্রে অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক শাসকদল তৃণমূলের নেতা হিসাবেই এলাকায় পরিচিত। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক থানায় আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।
গাইঘাটা এলাকায় হাতুড়ি চিকিৎসক হিসাবে পরিচিত সুব্রত সরকার। তিনি আবার তৃণমূলেরও নেতা। নিগৃহীতার পরিবার সূত্রে দাবি, ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন সুব্রত। বর্তমানে পদ গেলেও প্রভাব কমেনি সুব্রতর। এলাকায় তিনি হাতুড়ে চিকিৎসক হিসাবেও পরিচিত। সূত্রের খবর, শনিবার দুপুরে জ্বর নিয়ে সুব্রতের পরিচিত এক তরুণী তাঁর কাছে চিকিৎসা করাতে আসেন। অভিযোগ, সেই সময় যুবতীকে একা পেয়ে তাঁর যৌন হেনস্থা করেন সুব্রত। শনিবার রাতে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন ওই নিগৃহীতা। তদন্তে নামে পুলিশ। থানায় তাঁর নামে অভিযোগ দায়ের হয়েছে তা জানতে পেরেই গাইঘাটা থানায় এসে আত্মসমর্পণ করেন অভিযুক্ত তৃণমূল নেতা। তাঁকে গ্রেফতার করে পুলিশ।