তৈরি হয়েও বন্ধ পড়ে আছে পাম্পিং স্টেশন

এলাকার জল নিকাশি সমস্যা মেটানোর জন্য ক্যানিং ২ ব্লকের কুঁড়িয়াভাঙায় তৈরি হয়েছে পাম্পিং স্টেশন। সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য পাশে রয়েছে সাব স্টেশন। কিন্তু লো-ভোল্টেজের কারণে পাম্পিং স্টেশনটি প্রায় অকেজো হয়ে রয়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা।

Advertisement

সামসুল হুদা

ক্যানিং শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৬ ০৩:২২
Share:

কবে চালু হবে প্রকল্প? — নিজস্ব চিত্র।

এলাকার জল নিকাশি সমস্যা মেটানোর জন্য ক্যানিং ২ ব্লকের কুঁড়িয়াভাঙায় তৈরি হয়েছে পাম্পিং স্টেশন। সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য পাশে রয়েছে সাব স্টেশন। কিন্তু লো-ভোল্টেজের কারণে পাম্পিং স্টেশনটি প্রায় অকেজো হয়ে রয়েছে। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরো বিষয়টি প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও এখনও কাজ হয়নি।

Advertisement

প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় প্রতি বছরই টানা বৃষ্টি হলে ক্যানিং ২ ব্লকের মঠেরদিঘি, আঠারোবাঁকি, কালিকাতলা-সহ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সমস্যা মেটাতে ২০০৯ সালে সেচ দফতর কুঁড়িয়াভাঙায় একটি পাম্পিং স্টেশন তৈরির সিদ্ধান্ত নেয় সেচ দফতর। প্রায় ২২ কোটি টাকা বরাদ্দ হয়। পাম্পিং স্টেশন তৈরির পাশাপাশি এলাকার জল বের করার জন্য দাহারানি থেকে হেদিয়া স্লুইস গেট পর্যন্ত প্রায় ৪ কিমি দীর্ঘ একটি খাল কাটা হয় এবং সরবেড়িয়া থেকে ফকিরটকি পর্যন্ত একটি খালের সংস্কার করা হয়। পরবর্তী সময়ে পুরো প্রকল্পটির কাজ শেষ হয়। পাম্পিং স্টেশনের পাশে বিদ্যুতের সাব স্টেশন তৈরি হয়। কিন্তু লো-ভোল্টেজের কারণে সেই সাব স্টেশনটি সে ভাবে কাজ করে না। ফলে বন্ধ হয়ে থাকে পাম্পিং স্টেশন। প্রাক্তন সেচমন্ত্রী সুভাষ নস্কর সমস্যার কথা স্বীকার করে বলেন, ‘‘পাম্পিং স্টেশনটি চালু হলে এলাকার জল নিকাশি সমস্যার সমাধান হয়ে যেত। আমরা অনেকটা এগিয়ে ছিলাম। কিন্তু বর্তমান সরকার কাজ শেষ করতে পারেনি।’’

স্থানীয় বাসিন্দা আনার আলি মোল্লা, অনিমেষ মণ্ডলদের ক্ষোভ, প্রতি বছর বর্ষার সময় জল জমে যায়। নিকাশির হাল খারাপ। পাম্পিং স্টেশন তৈরি হলেও লাভ হয়নি বললেই চলে। তাঁদের দাবি, ‘‘এলাকার বিধায়ককে বিষয়টি জানানো হলেও কাজ হয়নি।’’

Advertisement

ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লার দাবি, ‘‘ওই এলাকায় জল নিকাশির সমস্যা দীর্ঘ দিনের। সব তৈরি থাকলেও বিদ্যুৎ সমস্যার কারণে পাম্পিং স্টেশনটি চালু করা যাচ্ছে না। বিদ্যুৎ দফতরকে বিষয়টি জানানো হয়েছে।’’ ক্যানিং মহকুমার বিদ্যুৎ দফতরের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মলয় শিকদার ভোল্টেজ-সমস্যার কারণে পাম্পিং স্টেশন চালাতে সমস্যা হচ্ছে বলে মেনে নিয়েছেন। বিধায়ককে বিষয়টি জানানো হয়েছে বলেও দাবি করেছেন। তিনি বলেন, ‘‘বাসন্তীর সোনাখালিতে বিদ্যুতের সাব স্টেশন তৈরির কাজ চলছে। সেটি শেষ হলে লো-ভোল্টেজের সমস্যা অনেকটাই মিটবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement