Amit Shah

শাহের সভায় শুভেন্দুকে চান সাংসদ শান্তনু

অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ ও বিজেপি যৌথভাবে এই সভার আয়োজন করছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গাইঘাটা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২১ ০৭:৪২
Share:

অমিত শাহের সভার প্রস্তুতি। ছবি: নির্মাল্য প্রামাণিক

ঠাকুরবাড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবারের সেই সভার প্রস্তুতি তুঙ্গে। সভামঞ্চ হচ্ছে মোট তিনটি। যেখানে বক্তৃতা করবেন শাহ, সেই মূলমঞ্চে থাকছে না বিজেপির কোনও পতাকা। যদিও অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘ ও বিজেপি যৌথভাবে এই সভার আয়োজন করছে। বনগাঁর বিজেপি সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর সভা নিয়ে উৎসাহী। তিনি শাহের সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু অধিকারীকে।
নাগরিকত্ব আইন কার্যকর করতে কেন দেরি হচ্ছে? প্রশ্ন তুলেছিলেন শান্তনু। সম্প্রতি রাজ্য সফরে এসে এ বিষয়ে শাহের মন্তব্যে কিছুট বিরূপ হয়েছিলেন বনগাঁর বিজেপি সাংসদ। দলীয় কর্মসূচি থেকে কিছুদিনের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন। তারপর শুরু হয় সমঝোতার পালা। ঠিক হয়, ঠাকুরবাড়িতে সভা করতে আসবেন অমিত। স্বভাবতই সভা ঘিরে উৎসাহিত শান্তনু। বৃহস্পতিবার তিনি বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রী সভায় আমরা ২ লক্ষ মানুষকে নিয়ে আসার টার্গেট রেখেছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেহেতু নাগরিকত্ব আইন কার্যকর করা নিয়ে উদ্বাস্তু মতুয়াদের সামনে তাঁর মতামত জানাবেন, তাই মূল মঞ্চটি করা হচ্ছে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের ব্যানারে।’’ সভার আকর্ষণ বাড়াতে শান্তনু আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দুকে। শান্তনু বলেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপস্থিত থাকার জন্য আমি ব্যক্তিগত ভাবে শুভেন্দুবাবুকে আমন্ত্রণ করেছি। আমরা আশা করছি, তিনি আসবেন।’’ শুভেন্দু এলে এটাই হবে বিজেপিতে যোগদানের পর বনগাঁ মহকুমা তাঁর প্রথম সভা।
শাহের সভা ঘিরে তোড়জোড় শুরু হয়েছে বিজেপির অন্দরে। এই আবহে ঠাকুরনগর সহ সংলগ্ন এলাকা মুড়ে ফেলা হচ্ছে তৃণমূলের দলীয় পতাকায়। চাঁদপাড়া- ঠাকুরনগর সড়ক, যশোর রোডে তৃণমূল পতাকা লাগানো হয়েছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে চাপানউতোর। শান্তনু বলেন, ‘‘তৃণমূল ভয় পেয়ে অসৌজন্যমূলকভাবে পতাকা লাগাচ্ছে। ভোটে মানুষ এর জবাব দেবেন।’’ জেলা তৃণমূল কো-অর্ডিনেটর গোপাল শেঠ অবশ্য দাবি করে বলেন, ‘‘পতাকা পোস্টার লাগানো আমাদের দলের দৈনন্দিন কর্মসূচি। কেবল ঠাকুরনগর নয় গোটা মহকুমা জুড়েই দলের পতাকা ব্যানার লাগানো হচ্ছে। দেওয়া লেখা হচ্ছে। বিজেপির লোকজন নেই, তাই কোনও কর্মসূচি নেই। সভাস্থলে তো আমরা কোনও পতাকা লাগাইনি।’’
ঠাকুরবাড়ি সূত্রে জানা গিয়েছে, শাহের সভায় মূল মঞ্চ ছাড়া যে দু’টি মঞ্চ হবে সেখানে থাকবেন মতুয়া গোসাঁই পাগল ও বিজেপি নেতারা। শাহের সভার জন্য একটি হেলিপ্যাড তৈরির কাজ শেষ হয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে। সড়কে বিজেপি ও মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে আলাদা আলাদা তোরণ করা হয়েছে। ‘অমিত শাহ সুস্বাগত’ লেখা ফ্লেক্সে মুড়ে ফেলা হচ্ছে এলাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement