ময়না তদন্তের ডাক্তার নেই

সুন্দরবন পুলিশ জেলার সুপার তথাগত বসু জানান, পুলিশ জেলা হওয়ার পর এলাকার গুরুত্ব বাড়ছে। কাকদ্বীপ হাসপাতালের পরিষেবা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই এখানে ময়না তদন্তের চিকিৎসক প্রয়োজন। না হলে সমস্যা হচ্ছে পুলিশেরও।

Advertisement

শান্তশ্রী মজুমদার

কাকদ্বীপ শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ০১:৫৩
Share:

প্রতীকী ছবি।

বেশ কিছুদিন হল ঝাঁ চকচকে বাড়িতে চালু করে দেওয়া হয়েছে কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতাল। চালু হয়েছে পুলিশ মর্গও। কিন্তু এখনও নিয়োগ হয়নি ময়না তদন্তের চিকিৎসক।

Advertisement

যে সমস্ত চিকিৎসকেরা আছেন তাঁরা সেখানে ময়না তদন্ত করতে চাইছেন না বলে অভিযোগ। এতে সমস্যায় পড়ছেন মৃতের পরিবার, না হলে পুলিশ। কারণ কলকাতায় দেহ পাঠাতে গেলে কম করে ১৬-২০ হাজার টাকা লাগে। এলাকার মন্ত্রী তথা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্টুরাম পাখিরা আশ্বাস দিয়েছেন, শীঘ্রই এখন ময়না তদন্তের চিকিৎসক নিয়োগ করা হবে।

কাকদ্বীপ হাসপাতালের মর্গ নিয়ে নানা সময় নানারকমের অভিযোগ উঠছে। মাস দু’য়েক আগেই মর্গে দেহ রাখতে দু’হাজার টাকা চেয়েছিল ডোম। তার জেরে প্রায় ৬ ঘণ্টা একটি দেহ আটকে রাখার অভিযোগ উঠেছিল। ডোমের ছুটি এবং মাইনের বিষয় এবং ময়না তদন্তের চিকিৎসক নিয়োগের বিষয়ে মন্টুরামবাবু দৌড়ঝাঁপ করছেন স্বাস্থ্যভবনে। তাঁর কথায়, ‘‘স্বাস্থ্যভবনের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। আশা করছি দ্রুত ময়না তদন্তের জন্যই একজন চিকিৎসক যাতে আনা যায় সে ব্যাপারেই কথাবার্তা এগোচ্ছে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, পচাগলা দেহ হলেই কাকদ্বীপ হাসপাতালের চিকিৎসকেরা আর ময়না তদন্ত করতে চান না। সেরকম কোনও ঘটনা থাকলেই দেহ রেফার করা হয় ডায়মন্ড হারবার না হলে কলকাতায়। হাসপাতালের কয়েকজন চিকিৎসক মাত্র ৭ দিনের প্রশিক্ষণ নিয়ে দেহের ময়না তদন্ত করেন। তাই বেশি জটিল তদন্ত হলে দেহ ছুঁতে চান না তাঁরা। দেহ রাখার হলেই মৃতের পরিবারের কাছে টাকা চাওয়ার অভিযোগ ওঠে ডোমের বিরুদ্ধে। ডোমেরা বেতনও পান না বলে জানিয়েছেন তাঁরা। হাসপাতাল থেকে তা বহন করা সম্ভব হচ্ছে না বলে স্থায়ী ডোম নিয়োগ করার বিষয়টি নিয়েও খোদ নবান্নে আর্জি জানিয়েছেন মন্টুবাবু।

সুন্দরবন পুলিশ জেলার সুপার তথাগত বসু জানান, পুলিশ জেলা হওয়ার পর এলাকার গুরুত্ব বাড়ছে। কাকদ্বীপ হাসপাতালের পরিষেবা অনেকটাই বেড়ে গিয়েছে। তাই এখানে ময়না তদন্তের চিকিৎসক প্রয়োজন। না হলে সমস্যা হচ্ছে পুলিশেরও।

যদিও, হাসপাতালে এমন কোনও পদের প্রয়োজন রয়েছে বলে মনে করেন না ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘প্রশিক্ষিত চিকিৎসক আছেন, তাঁরাই ময়না তদন্ত করেন। প্রয়োজন হলে ডায়মন্ড হারবারে স্থানান্তরিত করা হয়। কিন্তু প্রতিটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ময়না তদন্তের জন্য বিশেষ চিকিৎসক প্রয়োজন নেই বলেই আমার মনে হয়।’’ স্বাস্থ্য ভবন কী করবে লেটাই এখন দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement