বেআইনি ভাবে মাটি ফেলে নয়ানজুলি ভরাটের জেরে জল জমতে শুরু করেছে ডায়মন্ড হারবার পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে। গত সপ্তাহে প্রশাসন নির্দেশ দেয়, হরিণডাঙা পঞ্চায়েতের এসএসবি ক্যাম্পের পাশে নয়ানজুলি থেকে মাটি সরিয়ে ফেলে নিকাশি ব্যবস্থা স্বাভাবিক করতে। কারণ তা না হলে চারটি ওয়ার্ডের জল গিয়ে নদীতে পড়ছে না। এই নির্দেশ ডায়মন্ড হারবার ১ বিডিও অফিস থেকে পঞ্চায়েত প্রধানের কাছে পাঠানো হয়েছে। কিন্তু এখনও সরেনি মাটি। দু’দিন ধরে মহকুমায় বৃষ্টির জেরে জল জমেছে কয়েকটি ওয়ার্ডের বিভিন্ন জায়গায়। ৭৬ নম্বর বাস স্ট্যান্ডের পরেও কিছু এলাকায় নয়ানজুলি বুজে গিয়েছে। তার জেরে ভুগছেন চারটি ওয়ার্ডের মানুষ। ওয়ার্ডের ভিতরে কয়েকটি জায়গায় পলি কাটার মেশিন দিয়ে নিকাশি নালা স্বাভাবিক করা হলেও নগেন্দ্র বাজারের পর থেকে সমস্যা হচ্ছে জল মূল নালায় গিয়ে না পড়ার জন্য। পুরসভা সূত্রে জানানো হয়েছে, কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগবে।