হাসনাবাদে আলোচনা শিবির।
বনগাঁর সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক সেবন ও পাচারের অভিযোগ উঠেছে। সোমবার বিশ্ব মাদক সেবন ও পাচার বিরোধী দিবসে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে উদ্যোগী হল পুলিশ।
রবিবার বনগাঁর এসডিপিও অনিল রায়ের নেতৃত্বে বনগাঁ শহরে একটি পদযাত্রা বের হয়। সেখান থেকে পথচলতি মানুষকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা হয়। পদযাত্রায় ছিলেন বনগাঁর আইসি নন্দনকুমার পাণিগ্রাহী, বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ-সহ প্রমুখ। এ দিন গোপালনগরেও পুলিশের উদ্যোগে মাদক বিরোধী পদযাত্রা হয়।
বিশ্ব মাদক বিরোধী দিবসে মানুষকে সচেতন করতে ও নেশামুক্ত সমাজ গড়তে উদ্যোগী হল প্রশাসন। রবিবার সুন্দরবনের মানুষকে নিয়ে হাসনাবাদের পাটলিখানপুর পঞ্চায়েত চত্বরে একটি আলোচনা শিবির করা হয়।
ওই শিবিরে হাজির ছিলেন এলাকার স্কুলের ছাত্রছাত্রী, গ্রামবাসী, পঞ্চায়েতের সদস্য, প্রধান, উপপ্রধান এবং পুলিশকর্তারা। হাসনাবাদ থানার ওসি শঙ্কর নারায়ণ সাহা বলেন, ‘‘সমাজকে সুষ্ঠ এবং সুন্দর রাখতে মাদক বর্জন অত্যন্ত জরুরি। বিশেষ করে গ্রামের মধ্যে মাদক চাষ করাকে কখনই প্রশ্রয় দেওয়া উচিত নয়।’’
মাদক বিরোধী দিবসে মাদক সেবনের বিরুদ্ধে প্রচার চালাল পাথরপ্রতিমা এবং নামখানার তিনটি থানা। রবিবার পাথরপ্রতিমার গোবর্ধনপুর থানায় এ দিন স্থানীয় স্কুলের ছোটদের নিয়ে প্রচার করা হয়। পাথরপ্রতিমা থানাতেও পালন করা হয় মাদকবিরোধী দিবস। ও দিকে, নামখানা থানায় মাদক বিরোধী ট্যাবলো নিয়ে প্রচার করা হয় কলেজ ছাত্রছাত্রীদের নিয়ে। মোড়ে মোড়ে প্রচার করা হয় তা নিয়েও।