পুড়ে যাওয়া গাড়ি। নিজস্ব চিত্র।
পুলিশের গাড়িতে আগুন লাগল জয়নগরের পদ্মেরহাট মোড়ের কাছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পদ্মেরহাট মণ্ডলপাড়ার বাসিন্দা প্রতিবন্ধী প্রৌঢ় সাইদুল মণ্ডল চিকিৎসার জন্য দক্ষিণ বারাসতে যাচ্ছিলেন। তখন দক্ষিণ বারাসত মোড়ের কাছে জয়নগরগামী একটি যাত্রীবাহী অটো তাঁকে ধাক্কা মেরে পালায়। পথচারীরা ওই প্রৌঢ়কে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
শুক্রবার সকাল থেকে ঘাতক অটোটিকে ধরার দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে জয়নগর-বারুইপুর রোডে যানজট হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে গাড়ি থেকে নেমে অবরোধকারীদের সঙ্গে কথা বলার সময়ে হঠাৎই পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে জল নিয়ে গিয়ে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শী শফিক মোল্লা, সিরাজুল মোল্লারা জানান, পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার সময় আচমকাই পুলিশের গাড়িতে আগুন ধরে যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গাড়ির ব্যাটারি থেকে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে।