arrest

ডাকাতির ছক বানচাল, ক্যানিং থেকে ধৃত ৩ দুষ্কৃতী, মিলল আগ্নেয়াস্ত্র

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্দুক এবং ১২ রাউন্ড কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১২:১৭
Share:

পুলিশের জালে ৩ দুষ্কৃতী। নিজস্ব চিত্র

সোনার দোকানে ডাকাতির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হয়েছিল ৩ দুস্কৃতী। কিন্তু সেই ছক বানচাল করে দিল পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিংয়ের দেউলিবাজার এলাকা থেকে ওই দুস্কৃতীদের পাকড়াও করল জীবনতলা থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত রফিকুল মীর, নূর মাহমুদ মোল্লা এবং মোতালেব মোল্লা স্থানীয় চাঁদিবাড়ি এলাকার বাসিন্দা। ধৃতদের কাছে মিলেছে আগ্নেয়াস্ত্রও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে দেউলিবাজারের সোনার দোকানে ডাকাতির ছক কষে জড়ো হয়েছিল ওই তিন জন। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় তিন দুষ্কৃতীকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে বন্দুক এবং ১২ রাউন্ড কার্তুজ। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ।

বেশ কিছু দিন ধরে জীবনতলার বিভিন্ন এলাকায় ডাকাতি করছিল এক দল দুস্কৃতী। ওই দলটিকে খুঁজছিল পুলিশ। ধৃতদের জেরা করে বাকি সদস্যদের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement