প্রতীকী ছবি।
বাজারের মধ্যেই এক তৃণমূলকর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন আরও এক তৃণমূলকর্মী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর বাজার এলাকায়। মৃত তৃণমূলকর্মীর নাম মোফাজ্জল হক (৫০)। তাঁকে বাঁচাতে এসে গুলিবিদ্ধ হয়েছেন হাফিজুর গাজি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ জরুরি কাজে বাজারে এসেছিলেন মোফাজ্জল। তখনই একটি গাড়িতে ৫-৭ জন দুষ্কৃতী এসে মোফাজ্জলকে ধাক্কা মেরে ফেলে দেয়। তার পর কোপাতে শুরু করে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে গুলিও করে। সেই সময় তাঁকে বাঁচাতে এসেছিলেন হাফিজুর নামে এক তৃণমূলকর্মী। তাঁর উপরেও গুলি চালায় দুষ্কৃতীরা।
দুষ্কৃতীরা পালিয়ে যেতেই স্থানীয়রা খবর দেন পুলিশকে। পুলিশ এসে দুই তৃণমূলকর্মীকে উদ্ধার করে বসিরহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে মোফাজ্জলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাফিজুর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশও মোতাতেন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বছর আগে মোফাজ্জলকে কিছু দুষ্কৃতী রাতের রাস্তায় ফেলে কুপিয়েছিল। সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও এ বার শেষ রক্ষা হয়নি। মাছের ভেড়ির দখল নিয়ে ব্যক্তিগত শত্রুতার জেরেই এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। হাফিজুলকে কেন গুলি করল দুষ্কৃতীরা তাও ভাবাচ্ছে পুলিশকে। ঘটনা নিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের বসিরহাট উত্তরের সভাপতি আবদুল্লা রনি বলেছেন, ‘‘এই ঘটনা কখনও কাম্য নয়। পুলিশকে আবেদন করব দোষীদর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার।’’