পুজোর আগে বেতন অমিল,আশ্বাস দিচ্ছে অর্থ দফতর

পুজোর আগে বোনাস পাওয়ার কথা। কিন্তু বোনাস তো দূরের কথা, চলতি মাসের পাঁচ দিন পেরিয়ে গেলেও উত্তর ২৪ পরগনা জেলার বেশিরভাগ প্রাথমিক শিক্ষকের এখনও বেতন হয়নি। দুর্গাপুজোর আগে কেনাকাটা তো দূরের কথা, সংসার চালাতেই এখন হিমসিম অবস্থা তাঁদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০১৬ ০২:১৮
Share:

পুজোর আগে বোনাস পাওয়ার কথা। কিন্তু বোনাস তো দূরের কথা, চলতি মাসের পাঁচ দিন পেরিয়ে গেলেও উত্তর ২৪ পরগনা জেলার বেশিরভাগ প্রাথমিক শিক্ষকের এখনও বেতন হয়নি। দুর্গাপুজোর আগে কেনাকাটা তো দূরের কথা, সংসার চালাতেই এখন হিমসিম অবস্থা তাঁদের। প্রাথমিক শিক্ষকদের একাংশের অভিযোগ, বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা সংসদে খোঁজখবর করা হলেও কিছু জানা যায়নি।

Advertisement

তবে অর্থ দফতর সূত্রের খবর, অনলাইনে বেতন দেওয়ার ক্ষেত্রে প্রযুক্তিগত কিছু সমস্যা হয়েছিল। তাই বেতন দেওয়া যায়নি। বুধবারই সমস্যার সমাধান করা হয়েছে বলে অর্থ দফতরের দাবি। এরপরে দ্রুত সকলে বেতন পেয়ে যাবেন বলে জানানো হয়েছে।

অন্যান্য বছরে দুর্গাপুজোর আগে বোনাস এবং বেতন নিয়ে সমস্যা হয় না বললেই চলে। কিন্তু এ বার উল্টো চিত্র। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে জেলার কয়েকজনের বেতন এবং বোনাস হলেও না হওয়ার সংখ্যাটা অনেক বেশি। অনেকের আবার বেতন হয়েছে, কিন্তু বোনাস হয়নি। কেউ কেউ আবার বোনাস পেলেও বেতন পাননি।

Advertisement

বনগাঁর বৈরামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সালুজা নাথ বলেন, ‘‘বোনাস যদি পুজোরই হবে, তা হলে পঞ্চমীতেও তা হাতে পেলাম না কেন? তা হলে এই বোনাসের মানে কী রইল?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement