Bombing

নৈহাটির কাছে ভরসন্ধ্যায় তুমুল বোমাবাজি, গুলি! জখম তিন, নেপথ্যে রাজনৈতিক শত্রুতা?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শিবদাসপুরে বাইকে করে আসে কয়েক জন দুষ্কৃতী। তারা যথেচ্ছ বোমা ছুড়তে শুরু করে। চলে গুলিও। এক জনের শরীরে তিনটি গুলি লাগে। বোমায় আহত দু’জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নৈহাটি শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২২ ২২:৩৩
Share:

ভরসন্ধ্যায় জনবহুল এলাকায় তুমুল বোমাবাজি, আহত তিন। প্রতীকী ছবি।

কাঁকিনাড়া, নরেন্দ্রপুরের পর এ বার নৈহাটির শিবদাসপুর। উত্তর ২৪ পরগনার শিবদাসপুরে ভরসন্ধ্যায় চলল গুলি, ফাটল বোমা। আহত অন্তত তিন জন। আহতদের কল্যাণীর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

Advertisement

শনিবার ভর সন্ধ্যায় নৈহাটির কাছে শিবদাসপুরে ওই গন্ডগোলে এক জন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর শরীরের তিন জায়গায় গুলি লেগেছে। এ ছাড়াও বোমাবাজিতে আহত হয়েছেন আরও দু’জন। সবাইকেই কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় শিবদাসপুরে বাইকে করে আসে কয়েক জন দুষ্কৃতী। তারা যথেচ্ছ বোমা ছুড়তে শুরু করে। চলতে থাকে গুলিও। এক ব্যক্তির শরীরে তিনটি গুলি লাগে। বোমাবাজির ঘায়ে আহত হন আরও দু’জন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল বাহিনী পৌঁছেছে।

Advertisement

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা। যদিও পঞ্চায়েত ভোটের আগে এই গোলমালের ঘটনায় রাজনৈতিক রং রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। আহত ব্যক্তিকে দেখতে গিয়ে স্থানীয় তৃণমূল নেতা অভিযোগ করেছেন, বিরোধীরা গোলমালের পিছনে রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement