উচ্ছ্বল-দিন: ফল প্রকাশের পরে। শনিবার বনগাঁর একটি স্কুলে। ছবি: নির্মাল্য প্রামাণিক
পুর এলাকার ছেলেমেয়েদের প্রাথমিকে ইংরেজি শেখানোর জন্য বনগাঁ পুরসভার পক্ষ থেকে তিনটি ইংরেজি মাধ্যম প্রাথমিক স্কুল চালুর সিদ্ধান্ত নিল বনগাঁ পুরসভা। দিন কয়েক আগে পুরসভার বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে। কাজও কিছুটা এগিয়েছে বলে দাবি পুর কর্তৃপক্ষের।
পুরসভা সূত্রে জানানো হয়েছে, স্থানীয় বক্সিপল্লি, গাঁধীপল্লি এলাকায় পুরসভা পরিচালিত দু’টি প্রাথমিক স্কুল রয়েছে। ওই স্কুল দু’টিতে এখন পড়ুয়া নেই। ওই দু’টি স্কুল সংস্কার করে চালু করা হবে ইংরেজি মাধ্যম স্কুল। এ ছাড়া, শহরের ইছামতী নদীর অন্য পাড়ে (মতিগঞ্জের দিকে) একটি সরকারি জমি চিহ্নিত করে ফেলেছে পুর কর্তৃপক্ষ। সেখানে তৃতীয় স্কুলটি তৈরি হতে চলছে।
পুরপ্রধান শঙ্কর আঢ্য জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকেই ওই তিনটি স্কুলে পঠনপাঠন শুরু হবে। পরিকাঠামোর তৈরির কাজ শুরু হয়েছে।
কেন ইংরাজি মাধ্যম স্কুল চালুর সিদ্ধান্ত?
পুরপ্রধান বলেন, ‘‘ইচ্ছা থাকলেও দরিদ্র পরিবারের অনেক অভিভাবকেরা আর্থিক কারণে ছেলেমেয়েদের ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে পারেন না। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত।’’ পুর কর্তৃপক্ষ জানান, স্কুল তিনটি প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত হবে। বাংলা মাধ্যমের সরকার অনুমোদিত স্কুলের মতোই এখানে কম খরচে ছেলে মেয়েরা লেখাপড়ার সুযোগ পাবেন।
পুরসভার এই সিদ্ধান্তে খুশি শহরের মানুষ। এক শিক্ষকের কথায়, ‘‘ইচ্ছে থাকলেও আমরা ছোটবেলায় ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার সুযোগ পাইনি। এই স্কুলগুলি চালু হলে অনেকে উপকৃত হবে।’’