প্রত্যন্ত এলাকা থেকে হাসপাতালে আসার পথেই উঠেছে প্রসব বেদনা— এমন ঘটনা মাঝে মাঝেই ঘটে পাথরপ্রতিমা ব্লকে। এই সমস্যা মেটাতে শনিবার থেকে পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে চালু হল মাদার্স হাব। গর্ভবতী মহিলারা প্রসবের ১০ দিন আগে থেকে এখানে থাকতে পারবেন।
ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের অধীনে এই সুবিধাটি পাথরপ্রতিমায় পাইলট প্রকল্প হিসেবে চালু করা হয়েছে।’’
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে সাধারণ রোগীদের জন্য ৩০টি শয্যা রয়েছে। মাদার্স হাবে আলাদা করে ১০টি বাড়তি শয্যার ব্যবস্থা করা হয়েছে। এখানে ভর্তি থাকা এবং ভর্তি থাকাকালীন খাওয়ার জন্য কোনও খরচ লাগবে না। নির্দেশিকা অনুযায়ী, মাদার্স হাবের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এবং স্বাস্থ্যকর্মীদের ব্যবস্থা করবে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালের এক চিকিৎসক জানান, শুক্রবার ৫ জন এবং শনিবার ৩ জন প্রসূতি ভর্তি হয়েছেন এই মার্দাস হাবে।
জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা জানান, এই প্রকল্পের লক্ষ্য হল প্রাতিষ্ঠানিক প্রসবে উৎসাহ দেওয়া। দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা, গোসাবা, জি প্লটের মত দুর্গম এলাকা থেকে হাসপাতালে আসতে অনেক সময় লাগে। তাই অনেক গর্ভবতী মহিলা হাসপাতালে আসেন না। সেক্ষেত্রে বাড়িতেই প্রসব হয়। সেটি আটকাতেই এই উদ্যোগ।