তিন শতক জমি দখল করতেই তিন ভাইকে খুনের পরিকল্পনা করেছিল দুষ্কৃতীরা। বসিরহাটের সংগ্রামপুরে তিন ভাইকে চপার দিয়ে কোপানোর ঘটনায় ধৃতদের জেরা করে এই তথ্যই পুলিশ জানতে পেরেছে বসিরহাট থানার ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম দুলাল রায় এবং প্রসন্ন রায়। পুলিশের দাবি, ধৃতদের জেরা করে ওই দুষ্কৃতী দলের মূল পান্ডা-সহ বাকিদের নাম এবং পরিচয়ও জানা গিয়েছে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার রাতে সংগ্রামপুরের মাঝের পাড়ায় চট্টোপাধ্যায়ের বাড়িতে হামলা চালায় এক দল দুষ্কৃতী। গুরুতর আহত হন তিন ভাই। কিন্তু দুষ্কৃতীরা ওই বাড়ি থেকে কিছুই নেয়নি। অথচ ওই একই রাতে একই পাড়ার ওই এলাকারই দু’টি বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা নগদ কয়েক হাজার টাকা এবং অলঙ্কার নিয়ে পালায়। এতেই পুলিশের সন্দেহ বাড়ে। আহত ভাইদের অন্যতম উত্তম চট্টোপাধ্যায়কে জেরা শুরু করে পুলিশ।পুলিশ জানিয়েছে, উত্তমবাবুদের যে ৩ শতক জমি আছে তার পিছনে আরও ২১ কাঠা জমি রয়েছে। ওই ৩ শতক জমি না পেলে ২১ কাঠা জমিতে ঢোকার পথ মিলছে না। তাই জমি মাফিয়াদের নজর ছিল ওই ৩ শতক জমির উপরে। উত্তমবাবু পুলিশকে জানিয়েছেন, স্থানীয় জমি ব্যবসায়ীরা তাঁদের ওই তিন শতক জমি বিক্রির জন্য তাদের উপর চাপ সৃষ্টি করতে থাকে। শুরু হয় হুমকি।
তবে তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন জমি ব্যবসায়ীরা যেমন ওই জমির দখল নিতে চেষ্টা করছিলেন তেমনই চট্টোপাধ্যায় পরিবারও ওই ৩ শতক জমির দাম বাড়াচ্ছিলেন। এই বিষয়টিই মানতে পারেননি জমি ব্যবসায়ীরা। তাই খুনের চেষ্টা করা হয়। হামলার পরে তিন ভাই মরে গিয়েছে ভেবেই দুষ্কৃতীরা চলে যায়। বিষয়টি যে নিছক ডাকাতি সেটি প্রমাণের জন্যই বোমাবাজি করে দু’টি বাড়ি থেকে লুঠপাট চালানো হয়।