নৌকোডুবিতে নিখোঁজ হল অষ্টম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সন্দেশখালির বড়কলাগাছি এবং রায়মঙ্গল নদীর সঙ্গমস্থল, বোয়ালিয়ার চরের কাছে। সুস্মিতা মাইতি নামক মেয়েটি স্থানীয় স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই ছাত্রীর স্কুলের এক পার্শ্বশিক্ষককে আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর রাখি পূর্ণিমার দিন দুই নদীর সঙ্গমস্থলে বিশাল চর জাগে, যার নাম ‘বোয়ালিয়ার চর।’ সেখানে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার কয়েক হাজার যুবক-যুবতী নৌকা নিয়ে হাজির হন। অনেকেরই বিশ্বাস, বিশেষ দিনে ওই চরে গেলে তাঁদের বন্ধুত্ব, প্রেম গাঢ় হবে। এই দিন উপলক্ষে চরে মেলা বসে। ফুটবল খেলা হয়। কেউ কেউ চড়ুইভাতিও করে। তবে এ বার রাখির দিন, বৃহস্পতিবার চর জাগেনি। অনেকেই নৌকো ভাড়া করেও হতাশ হন। শুক্রবার চর জাগার খবর পেয়ে সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ থেকে বহু মানুষ সেখানে নৌকো নিয়ে রওনা দেন। সন্দেশখালির আতাপুর থেকেও ৪৫ জন ছেলেমেয়ে বেরিয়েছিল। পুলিশ জানায়, তাড়াহুড়ো করে চরে নামতে গিয়ে নৌকা উল্টে যায়। বাকিদের খোঁজ মিললেও সুস্মিতাকে পাওয়া যাচ্ছে না। খোঁজ চলছে বলে জানায় পুলিশ।