পথ ভুলে বাংলায় ভিন রাজ্যের মহিলা

সোমবার দুপুরে শ্যামনগর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দুই মহিলার তুমুল ঝগড়া দেখে এগিয়ে গিয়েছিলেন রেল যাত্রীরা। সেখানে ছিলেন রেডিও ক্লাবের সদস্যেরাও। তাঁরাই দুই মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন দু’জনে অমৃতসর এক্সপ্রেসে চেপেছিলেন। একজন নৈহাটিতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্যামনগর শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৭ ০৭:০০
Share:

শিখা শর্মা। নিজস্ব চিত্র

পথ হারানো এক মহিলাকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিলেন ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সদস্যেরা।

Advertisement

সোমবার দুপুরে শ্যামনগর স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দুই মহিলার তুমুল ঝগড়া দেখে এগিয়ে গিয়েছিলেন রেল যাত্রীরা। সেখানে ছিলেন রেডিও ক্লাবের সদস্যেরাও। তাঁরাই দুই মহিলার সঙ্গে কথা বলে জানতে পারেন দু’জনে অমৃতসর এক্সপ্রেসে চেপেছিলেন। একজন নৈহাটিতে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। অন্যজন নদিয়ার তেহট্ট ও দুর্গাপুরে তাঁর আত্মীয়রা আছেন বলেন জানিয়েছিলেন। কিন্তু পথ না চেনায় সহযাত্রী তাঁকে সাহায্যের আশ্বাস দেন। কিন্তু বছর বত্রিশের ওই মহিলার অসংলগ্ন কথা ও আচরণে দিশাহারা হয়ে তাঁরা শিয়ালদহ হয়ে শ্যামনগর পর্যন্ত পৌঁছলেও তারপর কোথায় যাবেন তা নিয়ে বিবাদ বেধেছিল।

শেষ পর্যন্ত রেল পুলিশের দ্বারস্থ হন রেডিও ক্লাবের সদস্যেরা। শ্যামনগরে রেল পুলিশের আউটপোস্ট থাকলেও সেখানে মহিলা পুলিশ না থাকায় সমস্যা বাধে। পরে নৈহাটি রেল পুলিশের থানায় দুই মহিলাকে নিয়ে যাওয়া হয়। জানা যায়, লখনউয়ের বাসিন্দা রাখি মণ্ডলের সঙ্গে কলকাতাগামী অমৃতসর এক্সপ্রেসে আলাপ হয়েছিল এই মহিলার। তিনি নিজের নাম শিখা শর্মা বলে জানিয়েছেন। স্বামীর নাম সুশীল শর্মা। গ্রামের নাম ‘পিপড়ি’ বললেও কোন জেলা বা রাজ্য বলতে পারেননি। দুর্গাপুরে তাঁর কাকা থাকেন, এটুকু পুলিশকে জানিয়েছেন তিনি। রেল পুলিশের আধিকারিকেরা জানান, ওই মহিলাকে মাদক খাইয়ে কোথাও পাচার করা হচ্ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পঞ্জাব, মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে মহিলার ছবি পাঠিয়ে। তাঁর সহযাত্রী রাখি মণ্ডলকে ছেড়ে দেওয়া হলেও পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে বলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement