২১ জুলাই ধর্মতলায় দলের শহিদ দিবসের অনুষ্ঠানকে সফল করতে জেলায় জেলায় প্রস্তুতি সভা করছে যুব তৃণমূল। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে আগামী ১৭ জুলাই কাকদ্বীপে সভা করতে আসার কথা যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কাকদ্বীপে সভা হলেও জেলার সব ক’টি ব্লক কমিটিকেই সেই সভায় লোক আনতে বলা হয়েছে। সেই সভা সফল করতে শনিবার কাকদ্বীপে প্রস্তুতি বৈঠক করল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সভায় ছিলেন দক্ষিণ ২৪ পরগনা যুব তৃণমূল সভাপতি তথা ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা, কাকদ্বীপের বিধায়ক তথা মন্ত্রী মন্টুরাম পাখিরা-সহ জেলার কয়েকজন বিধায়ক।
জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কাকদ্বীপে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় প্রায় ১ লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সভার জন্য তৈরি করা পোস্টারে দলনেত্রী ছাড়া অন্য কোনও নেতা-নেত্রীর ছবি না রাখতে নির্দেশ দিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব। এ ছাড়া, ১৭ জুলাইয়ের সভায় গোষ্ঠী কোন্দল যাতে প্রভাব ফেলতে না পারে সে দিকেও কড়া নজর রাখতে বলা হয়েছে। সভা সফল করতে তৈরি করা হয়েছে ৬ সদস্যের কমিটি।
তবে তৃণমূল নেতারা ১ লক্ষ মানুষের জমায়েতের দাবি করলেও কাকদ্বীপ কলেজের মাঠে কমবেশি ১৫ হাজার লোক ধরে। তাই শেষ মুহূর্তে সভাস্থল পরিবর্তনের সম্ভাবনাও উড়িয়ে দেননি জেলা তৃণমূল নেতৃত্ব।