Fire

রাতের আগুনে ছাই ন’টি দোকান

তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীদের দাবি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ০৯:৪৬
Share:
ঠিক কী ভাবে আগুন লাগল, তা রবিবার রাত পর্যন্ত জানা যায়নি।

ঠিক কী ভাবে আগুন লাগল, তা রবিবার রাত পর্যন্ত জানা যায়নি। —প্রতীকী চিত্র।

চৈত্র সংক্রান্তির মুখে আগুনে পুড়ে গেল বনগাঁর বাটার মোড় এলাকায় যশোর রোডের ধারে থাকা ন’টি দোকান। আংশিক ক্ষতি হয়েছে আরও কিছু দোকানের। শনিবার রাত তিনটে নাগাদ ওই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে দমকলের চারটি ইঞ্জিন যায়। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্যবসায়ীদের দাবি, কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে, ঠিক কী ভাবে আগুন লাগল, তা রবিবার রাত পর্যন্ত জানা যায়নি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ ভস্মীভূত হওয়া দোকানগুলির মধ্যে কোনওটি জুতোর, কোনওটি শাঁখা-পলা, কোনওটি ব্যাগের বা মনোহারির। ‘চৈত্র সেল’ উপলক্ষে সব দোকানেই প্রচুর জিনিস মজুত ছিল। শনিবার রাত তিনটে নাগাদ প্রথমে একটি দোকানে আগুন লাগতে দেখে স্থানীয়েরা দমকলে খবর দেন। প্রাথমিক ভাবে দু’-এক জন আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে কেউ এগোতে সাহস করেননি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠ। অভিযোগ, দমকল আগুন নেভানো শুরু করার কিছু ক্ষণের মধ্যেই তাদের ইঞ্জিনের জল ফুরিয়ে যায়। তা ফের ভরে আনতে সময় লাগে।

এলাকাবাসীর দাবি, ওই জায়গা থেকে শব্দবাজি ফাটার আওয়াজ তাঁরা পেয়েছেন। কোনও একটি দোকানে শব্দবাজি মজুত ছিল বলে তাঁরা মনে করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement