Jhantu Ali Sheikh Death

গান স্যালুটে বিদায় ঝন্টু আলিকে, ‘বদলা চাই’, বললেন স্ত্রী, কাশ্মীরে হত জওয়ানের বাড়িতে তৃণমূল সাংসদ মহুয়া

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ঝন্টু আলি শেখকে গান স্যালুটে বিদায় জানালেন জওয়ানেরা। নিহত জওয়ানকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে গিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৩:৫২
Share:

—নিজস্ব চিত্র।

কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত ঝন্টু আলি শেখকে গান স্যালুটে বিদায় জানালেন জওয়ানেরা। নিহত জওয়ানকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে গিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

Advertisement

শুক্রবার রাতে রাজ্যে নিয়ে আসা হয়েছিল ঝন্টুর কফিনবন্দি দেহ। রাতে দেহ নিয়ে যাওয়া হয়েছিল ব্যারাকপুরের সেনা হাসপাতালে। সেখান থেকে শনিবার সকালে দেহ নিয়ে যাওয়া হয় তেহট্টের পাথরঘাটায় জওয়ানের গ্রামের বাড়িতে। সেখানে গান স্যালুটে ঝন্টুকে শেষ বিদায় জানানো হয়।

ঝন্টুর কফিনবন্দি দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা, বাবা এবং স্ত্রী। স্ত্রী বলেন, ‘‘আমরা শুধু বদলা চাই। যে ভাবে ওঁকে মারা হয়েছে, জঙ্গিদেরও ওই ভাবেই মারা হোক।’’ সকাল থেকে ঝন্টুর বাড়িতে ভিড় করেছিলেন পাড়াপড়শিরা।

Advertisement

পহেলগাঁও-কাণ্ড নিয়ে শোরগোলের আবহে জম্মু-কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে সেনা জওয়ান ঝন্টুর। ৬ প্যারা এসএফ-এ কর্মরত ছিলেন তিনি। ঝন্টুর পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুক্রবার ঝন্টুর দাদা নাজিম শেখকে তিনি পাশে থাকার বার্তা দিয়েছেন। নাজিম জানিয়েছেন, যে কোনও প্রয়োজনে তাঁকে সরাসরি ফোন করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

ঝন্টুর দাদা নাজিম এবং বৌদি অনিন্দিতা শেখও ভারতীয় সেনায় রয়েছেন। অনিন্দিতা কাশ্মীরেই রয়েছেন। তাঁর মাধ্যমেই গ্রামের বাড়িতে বসে ছোট ছেলের মৃত্যুসংবাদ পান ঝন্টুর বৃদ্ধ বাবা-মা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement