কাটা পড়ছে ম্যানগ্রোভ

বন দফতর সূত্রের খবর, ক্যানিংয়ের মাতলা নদীর চরে কয়েক হেক্টর জায়গা জুড়ে নতুন করে তৈরি হয়েছে ম্যানগ্রোভের জঙ্গল।

Advertisement

সামসুল হুদা

 ক্যানিং শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ০২:১৭
Share:

কোপ: গাছে। নিজস্ব চিত্র

বেআইনি ভাবে তোলা হচ্ছে বালি। যার জেরে কোপ পড়ছে ম্যানগ্রোভে। নষ্ট হচ্ছে সুন্দরবনের স্বাভাবিক পরিবেশ। কিছু বালি মাফিয়া ও স্থানীয় দুষ্কৃতীদের হাত ধরেই এই কাজ হচ্ছে বলে অভিযোগ উঠেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। বিষয়টি নিয়ে থানাতে অভিযোগও করেছে বন দফতর।

Advertisement

বন দফতর সূত্রের খবর, ক্যানিংয়ের মাতলা নদীর চরে কয়েক হেক্টর জায়গা জুড়ে নতুন করে তৈরি হয়েছে ম্যানগ্রোভের জঙ্গল। বাইন, গরান, ক্যাওড়া-সহ বিভিন্ন রকমের গাছ দেখতে পাওয়া যায়। কিছু দিন ধরে সেই জঙ্গল কেটে অবৈধ ভাবে তোলা হচ্ছে বালি। অনেক দিন ধরেই এ ভাবে বালি তোলা হত বলে অভিযোগ। মাঝে তা বন্ধ হয়ে গিয়েছিল। আবার শুরু হয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের ডিএফও তৃপ্তি সাহা বলেন, ‘‘কোনও ভাবেই ম্যানগ্রোভ ধ্বংস করা যায় না। আমরা থানায় এফআইআর করেছি।’’ জেলাশাসক ওয়াই রত্নাকর বলেন, ‘‘ম্যানগ্রোভ কাটা বেআইনি। কারা অনুমতি দিয়েছে, তা দেখতে হবে। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। সেই মতো ব্যবস্থা নেওয়া হবে।’’

Advertisement

এর আগে ওই এলাকায় জঙ্গল কেটে পরিষ্কার করে মাছের ভেড়ি তৈরির অভিযোগ উঠেছিল বিভিন্ন রাজনৈতির নেতার বিরুদ্ধে। তখনও প্রশাসনকে জানানো হয়েছিল বলে দাবি সাধারণ মানুষের। সেগুলি এখন আর নেই। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাতলার বুক থেকে মেশিন দিয়ে সাদা বালি তুলে বিক্রি করার পরিকল্পনা নতুন নয়। তবে সরকারি নির্দেশ মেনে কয়েকটি বালি খাদান হয়েছিল ঠিকই। সাময়িক ভাবে সেগুলি এখন বন্ধ।

এক বালি ব্যবসায়ী বলেন, ‘‘আমরা বিশেষ অনুমতি নিয়ে ওই বালি তুলছি। এ জন্য সরকারকে রাজস্ব দিয়েছি। তবে বালি তুলতে গিয়ে কিছু ম্যানগ্রোভ হয় তো নষ্ট হয়েছে।’’

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি বলেন, ‘‘দীর্ঘ দিন ধরে মাতলা নদী থেকে অবৈধ ভাবে বালি তোলা হচ্ছে। মাঝে কিছু দিন বন্ধ ছিল। সম্প্রতি শাসকদলের মদতে আবারও নতুন করে শুরু হয়েছে অবৈধ ভাবে বালি তোলার কাজ। প্রশাসন সব জেনেও ব্যবস্থা নিচ্ছে না।’’

ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পরেশরাম দাস বলেন, ‘‘আমি শুনেছি প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে ওই বালি তোলা হচ্ছে বারুইপুরে জেলখানা তৈরির জন্য। তবে এ ক্ষেত্রে যদি ম্যানগ্রোভ কাটা হয়ে থাকে, তা হলে সেটা ঠিক নয়।’’

মহকুমা প্রশাসন সূত্রের খবর, বারুইপুরে সরকারি ভাবে শুরু হচ্ছে জেলখানা তৈরির কাজ। সেই কাজে মাটি ভরাট করতে প্রচুর বালির প্রয়োজন। সে কারণেই জেলা প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে মাতলা নদী থেকে বালি তোলা হচ্ছে।

কিন্তু মাতলা নদীর চরে তৈরি ম্যানগ্রোভ জঙ্গল এই ভাবে ধ্বংস করে বালি তোলা যায় কী? উত্তর এড়িয়ে গিয়েছেন মহকুমা প্রশাসনের কর্তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement