ফের দুর্ঘটনায় মৃত্যু মাটিয়ায়

জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে গাড়ির ধাক্কায় প্রাণ গেল শ্বশুরের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়ার টাকি রোডে। পুলিশ জানায়, নরেন্দ্রনাথ রায় (৫৯) নামে ওই ব্যক্তি থাকতেন বারাসতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০১:২৪
Share:

জামাইয়ের বাড়িতে বেড়াতে এসে গাড়ির ধাক্কায় প্রাণ গেল শ্বশুরের। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বসিরহাটের মাটিয়ার টাকি রোডে। পুলিশ জানায়, নরেন্দ্রনাথ রায় (৫৯) নামে ওই ব্যক্তি থাকতেন বারাসতে।

Advertisement

পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক গাড়িটি আটক করে চালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে বারাসত থেকে মাটিয়ায় এসেছিলেন নরেন্দ্রবাবু। সন্ধ্যার দিকে টাকি রাস্তা ধরে হাঁটতে বেরিয়েছিলেন। ৭টা নাগাদ মাটিয়া অটো স্ট্যান্ডের কাছে পিছন থেকে দ্রুত গতিতে আসা একটি ম্যাটাডর তাঁকে ধাক্কা মারে। জখম অবস্থায় ধান্যকুড়িয়া হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানেই মারা যান নরেন্দ্রবাবু। এ দিকে, মাটিয়া এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটনায় এলাকার লোকজন তিতিবিরক্ত।

স্থানীয় শ্রীনগর-মাটিয়া পঞ্চায়েতের উপপ্রধান প্রেমেন্দ্র মল্লিক বলেন, ‘‘গত পনেরো দিনের মধ্যে মাটিয়ায় অন্তত পাঁচজন পথচারী দুর্ঘটনায় মারা গেলেন। অতিরিক্ত জোরে গাড়ি চালানোর জন্যই দুর্ঘটনা বাড়ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement