train

নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ, ট্রেনের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের

রেল পুলিশ সূত্রের খবর, বনগাঁ থেকে শিয়ালদহমুখী একটি লোকাল ট্রেনে তিনি ধাক্কা খান। এটি আত্মহত্যা না দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৫ ০৮:৫০
Share:

প্রৌঢ়ের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। —প্রতীকী চিত্র।

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। অভিযোগ, তিনি তাঁর নাতনিকে যৌন হেনস্থা করেছিলেন। কিন্তু পুলিশ সেই অভিযোগের তদন্ত শুরু করার আগেই বৃহস্পতিবার সকালে বারাসত স্টেশনের কাছে মৃতদেহ মেলে ওই প্রৌঢ়ের। রেল পুলিশ সূত্রের খবর, বনগাঁ থেকে শিয়ালদহমুখী একটি লোকাল ট্রেনে তিনি ধাক্কা খান। এটি আত্মহত্যা না দুর্ঘটনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ জানায়, প্রৌঢ়ের বাড়ি উত্তর ২৪ পরগনার একটি এলাকায়। তিনি ঘুগনি বিক্রি করতেন। বুধবার তাঁর পাড়ায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, ওই প্রৌঢ় ফাঁকা ঘরে নাতনিকে যৌন হেনস্থা করেছেন। অভিযোগ ওঠার পরেই তিনি নিখোঁজ হয়ে যান। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে প্রৌঢ়ের দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয়েরা জানান, ন’বছরের ওই নাবালিকা প্রৌঢ়ের আপন পৌত্রী। বুধবার দুপুরে সে বাড়িতে একা ছিল। অভিযোগ, প্রৌঢ় সেই সুযোগে মেয়েটিকে যৌন হেনস্থা করেন। সে তার মাকে সব কথা জানায়। এর পরে বুধবার রাতে স্থানীয় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। পাড়ায় এ নিয়ে শোরগোল পড়তেই ওই প্রৌঢ় কোথাও চলে যান। সারা রাত নিখোঁজ ছিলেন তিনি। তাঁর ফোনও বন্ধ ছিল বলে পুলিশ জানায়। পুলিশ জানায়, প্রৌঢ়ের খোঁজে মহিলা থানার পুলিশের একটি দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। কিন্তু তাঁর হদিস মেলেনি। বৃহস্পতিবার সকালেও বিভিন্ন জায়গায় তাঁর খোঁজে তল্লাশি চালানো হয়। এ দিন বেলার দিকে বারাসতের বনমালীপুর এলাকায় বারাসত-হাসনাবাদ রেললাইনে একটি মৃতদেহ পড়ে রয়েছে বলে জিআরপি থেকে খবর যায় বারাসত থানায়। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, দেহটি ওই প্রৌঢ়ের। রেল পুলিশ অবশ্য প্রাথমিক ভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই দাবি করছে। বারাসতের পুলিশ জানায়, প্রৌঢ় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলেই রেল পুলিশের দাবি। ঘটনার কথা জানিয়ে প্রৌঢ়ের দেহ শনাক্ত করতে তাঁর পরিবারের লোকজনকে ডেকে পাঠায় পুলিশ। তাঁরা বারাসত হাসপাতালে গিয়ে দেহ শনাক্ত করেন।

Advertisement

নাবালিকার পরিজনেরা জানান, তাঁরা ঘটনার তদন্ত চেয়ে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। মেয়েটির মেডিক্যাল পরীক্ষাও করানো হয়েছে। প্রতিবেশীদের দাবি, ঘটনার কথা জানাজানি হওয়াতেই লজ্জা ও অপমানে আত্মঘাতী হয়েছেন প্রৌঢ়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement