প্ল্যাটফর্মে আলাপে ব্যস্ত বনগাঁর কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদ। নিজস্ব চিত্র
বনগাঁ লোকসভা ভোটের দিন যতই এগিয়ে আসছে প্রার্থীদের প্রচারের গতিও বাড়ছে।
বনগাঁয় ভোট ৬ মে। রবিবার সকাল থেকে প্রার্থীরা প্রচারে নেমে পড়েন। প্রচারে বেরিয়ে কেউ সাইকেল চালান। কেউ ট্রেনের কামরায় উঠে ভোট আবেদন করেন। কেউ আবার ঢুঁ মারলেন হাটে-বাজারে।
তৃণমূল প্রার্থী মমতা ঠাকুর এ দিন বিকেলে মিছিল করেন বনগাঁ পাটশিমুলিয়া সড়ক ধরে। বোয়ালদহ এলাকায় রবিবার ছিল হাটবার। মমতা ঢুকে পড়েন হাটে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে হাত মেলান।
এ দিন বেলা ১টা নাগাদ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বাগদার বেয়াড়া বাজারে আসেন। গাড়ি থেকে নেমে মিছিল করেন। মিছিলে শান্তনুর সঙ্গে বিজেপি নেতা কর্মীদের পাশাপাশি ছিলেন প্রচুর মতুয়া ভক্ত। তাঁরা ডাঙ্কা, নিশান, কাঁসি নিয়ে মিছিলে যোগ দেন।
মিছিলের পরে বেয়াড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে শান্তনুকে মতুয়া ভক্তেরা নিজস্ব রীতি মেনে বরণ করেন। বহু মতুয়া ভক্তকে দেখা গেল, শান্তনুর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন, আশীর্বাদ নিচ্ছেন।
শান্তনুর সঙ্গে ছিলেন বাগদার বিধায়ক দুলাল বর। তিনি বলেন, ‘‘তৃণমূলে থাকতে প্রতিনিয়ত অপমানিত হতে হচ্ছিল। সে কারণেই বিজেপিতে এসেছি।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
আলোচনা শেষে শান্তনু সাইকেল চালিয়ে সড়ক ধরে প্রচার করতে করতে এগিয়ে যান। দু’টি শিশু বিজেপির পতাকা নিয়ে রাস্তায় খেলছিল। শান্তনুর নজরে তা আসতেই তিনি তাদের ডেকে নিয়ে হাত ধরে মিছিলে হাঁটলেন। লিফলেট বিলি হয় মিছিল থেকে। তাতে বনগাঁ-বাগদা রেলপথ ও ইছামতী নদী সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদ এ দিন সকালে গোবরডাঙা এলাকায় প্রচার করেছেন। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিনি যাত্রীদের সঙ্গে হাত মেলান। প্ল্যাটফর্মে বসে থাকা এক বৃদ্ধের পায়ে হাত দিয়ে সৌরভ প্রণাম করেন। প্ল্যাটফর্মে প্রচার চলাকালীন ট্রেন আসে। কয়েকজন কর্মী-সমর্থককে নিয়ে সৌরভ ট্রেনের কামরায় উঠে পড়েন। নিত্যযাত্রীদের অভাব-অভিযোগের কথা শোনেন। প্রার্থীর কাছে ট্রেন ও কামরার সংখ্যা বাড়ানোর কথা জানান যাত্রীরা। গোবরডাঙা গ্রামীণ হাসপাতাল চালুর অনুরোধও করেন এলাকার মানুষ।