তৃণমূলের প্রচার মুছে দিল প্রশাসন

দেওয়াল জুড়ে প্রার্থীর নাম, রাজনৈতিক দলের প্রতীক। এমনকী, দেওয়াল দখলকে কেন্দ্র করে অশান্তিও হচ্ছে নানা জায়গায়। এ বার সেই দেওয়ালের লড়াই নেমে এল রাস্তায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৯ ০২:০১
Share:

বিবাদ: (উপরে) রাস্তায় লেখা ‘টিএমসি’। (নীচে) সেই লেখা মুছে দেওয়ার পর। ছবি: সুমন সাহা

কংক্রিটের রাস্তায় বড় বড় করে দলের নাম লিখে প্রচারের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ব্লক প্রশাসনের শরণাপন্ন হয়েছিল বিজেপি। বিডিও-র উদ্যোগে তড়িঘড়ি মুছেও ফেলা হল সেই লেখা। জয়নগরের দক্ষিণ বারাসত এলাকার ঘটনা।

Advertisement

ভোটের প্রচার শুরু হয়ে গিয়েছে জোরকদমে। এলাকার প্রায় সব দেওয়ালই এখন কার্যত রাজনৈতিক দলগুলির দখলে। দেওয়াল জুড়ে প্রার্থীর নাম, রাজনৈতিক দলের প্রতীক। এমনকী, দেওয়াল দখলকে কেন্দ্র করে অশান্তিও হচ্ছে নানা জায়গায়। এ বার সেই দেওয়ালের লড়াই নেমে এল রাস্তায়।

দক্ষিণ বারাসতের নুরুল্যাপুরে কয়েকদিন আগে একটি কংক্রিটের রাস্তা তৈরি হয়। বুধবার সকালে স্থানীয় মানুষরা দেখেন, সেই রাস্তা জুড়ে বড় বড় করে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের নাম। খবর পেয়েই উদ্যোগী হয় ব্লক প্রশাসন। দ্রুত লোক পাঠিয়ে চুনের প্রলেপ দিয়ে ঢেকে দেওয়া হয় ওই লেখা।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

জয়নগর ১ নম্বর-এর বিডিও নৃপেন বিশ্বাস বলেন, ‘‘কমিশনের নিয়ম অনুযায়ী সরকারি জায়গায় এ ভাবে রাজনৈতিক দলের নাম লেখা যায় না। আমার কাছে খবর আসা মাত্রই আমরা ব্যবস্থা নিয়েছি। ওই লেখা মুছে ফেলা হয়েছে।’’ তবে এই কাজের জন্য তৃণমূল দল বা কোনও দলীয় কর্মীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেই জানান তিনি।

বিজেপির অভিযোগ, সরকারি জায়গায় দলীয় প্রচার করে আদর্শ আচরণবিধি ভেঙেছে তৃণমূল। স্থানীয় বিজেপি নেতা দেবতোষ আচার্য বলেন, ‘‘রাস্তা জুড়ে দলের নাম লিখেছে তৃণমূল। নির্বাচন ঘোষণার পর এটা করা যায় না। আমি নিজে বিষয়টা জানিয়ে বিডিওকে ফোন করি।’’

তৃণমূলের তরফে অবশ্য এই রাস্তায় লেখার কথা অস্বীকার করা হয়েছে। জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস বলেন, ‘‘তৃণমূলের কর্মীরা কেউ রাস্তায় লেখেননি। বিজেপি রাতের অন্ধকারে এই কাজ করে আমাদের কর্মীদের নামে মিথ্যা অভিযোগ করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement