জাতীয় সড়ক থেকে অবৈধ দখলদার সরাতে জেলাশাসককে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
বসিরহাট এলাকায় জাতীয় সড়ক থেকে অবৈধ দখলদার সরাতে শুক্রবার উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট।
ব্লক ভূমি দফতরের রিপোর্ট অনুযায়ী, সরকারি জায়গায় অবৈধ পাকা নির্মাণ করা হয়েছে। রাজ্যের শাসক দলের দলীয় কার্যালয়ও বানানো হয়েছে বলে উল্লেখ রয়েছে পূর্ত দফতরের রিপোর্টে। বিচারপতি অমৃতা সিংহের নির্দেশ, আগামী ১২ সপ্তাহের মধ্যে ওই দলীয় কার্যালয়-সহ সব অবৈধ নির্মাণ সরানোর জন্য উপযুক্ত পদক্ষেপ করতে হবে জেলাশাসককে। দরকারে পুলিশের সাহায্য নিতে পারবেন জেলাশাসক।
ওই সব নির্মাণের ফলে বাড়ির সামনের রাস্তা দখল হয়ে গিয়েছে বলে মামলা করেছিলেন এক ব্যক্তি। তাঁর আইনজীবী দিলীপকুমার সিংহ জানান, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য জমি নিয়েছিল পূর্ত দফতর।
কাজ শেষ হলেও রাস্তার দু’ধারে ফাঁকা জমি রয়েছে। সেখানেই বেআইনি ভাবে গজিয়ে উঠেছে বিভিন্ন পাকা ও অস্থায়ী নির্মাণ। আইনজীবীর অভিযোগ, রাজ্যের জমি সংক্রান্ত বিভিন্ন দফতরে আবেদন করা হলেও সুরাহা মেলেনি।
শুক্রবার মামলার শুনানিতে এই সংক্রান্ত রিপোর্ট জমা দেয় রাজ্য। রিপোর্টে অবৈধ দখলদারির উল্লেখ থাকলেও কোনও পদক্ষেপ করা হয়নি রাজ্যের পক্ষ থেকে। সেই রিপোর্টেই জানানো হয়েছে, ওই দখলদারদের মধ্যে তৃণমূলের দলীয় অফিসও রয়েছে। রিপোর্ট দেখার পরেই বিচারপতি তৃণমূলের অফিস-সহ যাবতীয় অবৈধ নির্মাণ ও দখলদারদের উচ্ছেদ করার নির্দেশ দেন।