Jahangirpuri

Delhi Violence: জহাঙ্গিরপুরী-কাণ্ডের তদন্তে মন্দিরবাজারে এল দিল্লি পুলিশের তদন্তকারী দল

মানোয়ারা বিবি নামে ওই মধ্যবয়স্ক ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের পরই গ্রাম থেকে বেরিয়ে যায় তদন্তকারী দলটি। জানা গিয়েছে, দিল্লি-কাণ্ডের সঙ্গে জড়িতদের আসল ঠিকানার খোঁজেই তাঁরা এসেছিলেন। সে বিষয়েই তাঁরা কথা বলেন মানোয়ারার সঙ্গে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২২ ২০:০৯
Share:

জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। নিজস্ব চিত্র

দিল্লির জহাঙ্গিরপুরী হিংসার ঘটনার মূল অভিযুক্ত মহম্মদ আনসারের সূত্র ধরে এবার মন্দিরবাজারে এল দিল্লি পুলিশ। অপরাধদমন শাখার তিনজনের একটি প্রতিনিধি দল শনিবার দুপুরে মন্দিরবাজার থানার সেকেন্দারপুর গ্রামে তদন্তের উদ্দেশ্যে যান। সেখানে তাঁরা এক মহিলাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন।

মানোয়ারা বিবি নামে ওই মধ্যবয়স্ক ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের পরই গ্রাম থেকে বেরিয়ে যায় তদন্তকারী দলটি। জানা গিয়েছে, দিল্লি-কাণ্ডের সঙ্গে জড়িতদের আসল ঠিকানার খোঁজেই তাঁরা এসেছিলেন। সে বিষয়েই তাঁরা কথা বলেন মানোয়ারার সঙ্গে।

Advertisement

যদিও তদন্তে আসা দিল্লি পুলিশের আধিকারিকরা এ বিষয়ে কিছু বলতে চাননি। তারা বলেন, ‘‘ আমাদের বেশ কিছু তথ্য জানার ছিল তাই নিয়েই কথা বললাম। তবে কী কথা হয়েছে তদন্তের স্বার্থে তা বলা যাবে না।’’

প্রসঙ্গত, জহাঙ্গিরপুরীর হিংসার ঘটনায় আনসার শেখকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই হিংসার ঘটনায় জড়িত আরও বেশ কয়েকজনের নাম উঠে এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement