করোনা-বিধি শিকেয় উত্তরে
coronavirus

Coronavirus in West Bengal: দৈনিক করোনা সংক্রমণ ফের একশো ছাড়াল

অনেকেরই মুখে মাস্ক থাকছে না। কারও কারও মাস্ক থাকলেও ঝুলছে থুতনিতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বনগাঁ শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ০৬:৩৪
Share:

প্রতীকী ছবি।

দৈনিক করোনা সংক্রমণ একশো ছাড়াল উত্তর ২৪ পরগনায়। দৈনিক মৃত্যুর ঘটনাও অব্যাহত। সংক্রমণের সাম্প্রতিক এই তথ্য-পরিসংখ্যানে করোনা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকেরা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ১ সেপ্টেম্বর থেকে জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১৮১ জন। চলতি বছরের মে মাসে দৈনিক সংক্রমণ প্রায় সাড়ে চার হাজারের কাছে পৌঁছে গিয়েছিল। যদিও ২৩ অগস্ট দৈনিক করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নেমে এসেছিল ৫৬।

Advertisement

চিকিৎসকেরা জানাচ্ছেন, মানুষের বেপরোয়া মনোভাব, রাজনৈতিক দলগুলির জমায়েত, দুয়ারে সরকার কর্মসূচিতে স্বাস্থ্যবিধি উড়িয়ে হাজার হাজার মানুষের লাইনে দাঁড়ানো— এ সবেরই ফলে বাড়ছে সংক্রমণ। অনেকেরই মুখে মাস্ক থাকছে না। কারও কারও মাস্ক থাকলেও ঝুলছে থুতনিতে। রাস্তাঘাটে, বাজারে, যানবাহনে দূরত্ব-বিধি মানছেন না কেউই। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে ফুটবল খেলাও। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টিকা নেওয়া লোকজনের একাংশের মধ্যেও বেপরোয়া ভাব লক্ষ্য করা যাচ্ছে। তাঁরা বাইরে বেরোচ্ছেন মাস্ক না পরে। তাঁদের মধ্যে রয়েছেন বহু প্রবীণও।

এ প্রসঙ্গে জেলা স্বাস্থ্য দফতরের এক কর্তা বলেন, ‘‘কিছু মানুষ ভ্যাকসিন নিয়ে ভাবছেন, তাঁরা করোনা থেকে মুক্ত। তাঁদের মনে রাখা উচিত, টিকা নিলেও তাতে করোনা-সংক্রমিত হওয়ার আশঙ্কা একেবারে শেষ হয় না। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।’’

Advertisement

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপসকুমার রায় বলেন, ‘‘আমরা কার্যত মাস্কহীন হয়ে গিয়েছি। সুস্থ থাকতে হলে মাস্কের অভ্যাস ফিরিয়ে আনতেই হবে। না হলে সামনে বড় বিপদ।’’

দৈনিক সংক্রমণ ১০০ ছাড়ানো নিয়ে অবশ্য উদ্বিগ্ন নয় জেলা প্রশাসন। জেলাশাসক সুমিত গুপ্তা বলেন, ‘‘করোনা মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। এত বড় জেলায় দৈনিক ১০০ আক্রান্ত উদ্বেগের বিষয় নয়। তবে আমাদের সতর্ক থাকতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement