ডায়েরিয়ার প্রকোপ, আতঙ্কে গ্রামবাসী

ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রায় ৬০ জন। গোসাবা ব্লকের ফলবাগান, হাসপাতাল পাড়া, গোসাবা ৩ এলাকাতে হঠাৎ করে ডায়েরিয়ায় প্রকোপে আতঙ্কে মানুষ।বিএমওএইচ প্রশান্ত মণ্ডল বলেন, ‘‘জলের কারণে ডায়েরিয়া কিনা বলতে পারব না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোসাবা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০০:৫৫
Share:

বেড নেই, মেঝেতেই চিকিৎসা। ছবি: সামসুল হুদা।

ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রায় ৬০ জন। গোসাবা ব্লকের ফলবাগান, হাসপাতাল পাড়া, গোসাবা ৩ এলাকাতে হঠাৎ করে ডায়েরিয়ায় প্রকোপে আতঙ্কে মানুষ।বিএমওএইচ প্রশান্ত মণ্ডল বলেন, ‘‘জলের কারণে ডায়েরিয়া কিনা বলতে পারব না। তবে মঙ্গলবার থেকে বেশ কিছু ডায়েরিয়া রোগী ভর্তি হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।’’

Advertisement

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একসঙ্গে অনেকে ভর্তি হওয়ায় বেডের সমস্যা দেখা দিয়েছে। মেঝেতে বিছানা করেও চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাধীন বিপ্লব সিট, সঞ্জয় সর্দাররা জানান, এই এলাকায় এমনিতেই পানীয় জলের খুব সমস্যা। সে কারণে বাধ্য হয়ে পাইপ লাইনের জল খাই। জনস্বাস্থ্য কারিগরি দফতরের সরবরাহ করা জলে মাঝে মধ্যেই পোকা, শ্যাওলা ভাসতে দেখা যায়। ওই জল খেয়েই এলাকায় ডায়েরিয়া দেখা দিয়েছে বলে তাঁদের দাবি।

Advertisement

সুন্দরবন নাগরিক মঞ্চের সম্পাদক চন্দন মাইতি বলেন, ‘‘পাইপ লাইনের জলের গুণগত মান ভাল নয়। জলের মধ্যে অধিকাংশ সময় নোংরা ভাসতে দেখা যায়।’’ এ নিয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। বিডিও তাপস কুণ্ডু বলেন, ‘‘কী কারণে হঠাৎ এলাকায় ডায়েরিয়া দেখা দিয়েছে তা বলা যাচ্ছে না। জলের একটি সমস্যা আছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরকে চিঠি দিচ্ছি।’’

বিডিওকে বিষয়টি জানানো হয়েছে। ব্লক ও পঞ্চায়েতের উদ্যোগে মঙ্গলবার সকাল থেকে এলাকায় নোংরা-আবর্জনা পরিষ্কার করে ব্লিচিং ছড়ানো হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement