বৃহস্পতিবার ধান জমিতে কাজ করে বাড়িতে ফিরছিলেন বেশ কয়েকজন। হঠাৎই স্থানীয় কোপাই নদীর পাশের ক্ষেতে মানুষের মাথার খুলি ও প্রচুর হাড়গোড় দেখতে পান তাঁরা। নিজস্ব চিত্র
নদীর পাড়ে ধানখেত থেকে মানুষের মাথার খুলি ও হাড় উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল সুন্দরবন পুলিশ জেলার ঢোলাহাট থানার ভগবানপুর এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে খুলি ও হাড়গোড় উদ্ধার করে নিয়ে যায়। স্বাভাবিক কারণে ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কোত্থেকে এগুলি এখানে এল, তা বুঝতে পারছেন না স্থানীয় মানুষেরা।
এলাকার বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ধান জমিতে কাজ করে বাড়িতে ফিরছিলেন বেশ কয়েকজন। হঠাৎই স্থানীয় কোপাই নদীর পাশের খেতে মানুষের মাথার খুলি ও প্রচুর হাড়গোড় দেখতে পান তাঁরা। নিমেষেই গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঢোলাহাট থানার পুলিশ এসে হাড়গোড়গুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। হাড়গোড়গুলি পুরুষ দেহের বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
আরও পড়ুন: রাজভবনে যাচ্ছেন শোভন-বৈশাখী, কী নিয়ে কথা? জল্পনা রাজনৈতিক শিবিরে
তবে ময়নাতদন্তের পর সেগুলি আবার ফরেনসিক পরীক্ষার জন্যও পাঠানো হবে। প্রয়োজনে হাড়গোড়গুলির ডিএনএ পরীক্ষাও করা হতে পারে। এলাকার কোন যুবক নিখোঁজ ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। যে জায়গা থেকে হাড়গোড় ও মাথার খুলি উদ্ধার হয়েছে, ঠিক তার পাশেই নদী ও শ্মশান রয়েছে। সেখান থেকে কোনভাবে হাড়গুলো মাঠে এসেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বিয়েবাড়িতে পুলিশ! ভিন ধর্মে বিয়ে রুখতে থানায় নিয়ে যাওয়া হল পাত্র-কন্যা পক্ষকে