খোরপোষ থেকে রেহাই পেতে স্ত্রীকে খুন, ধৃত স্বামী

খোরপোষ না দেওয়ার জন্য স্ত্রীকে বাড়িতে ডেকে নিয়ে এসে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে মগরাহাটের হাঁসুড়ি গ্রাম থেকে বছর চল্লিশের গোপাল দাসকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মগরাহাট শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০১:৪৮
Share:

খোরপোষ না দেওয়ার জন্য স্ত্রীকে বাড়িতে ডেকে নিয়ে এসে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বুধবার রাতে মগরাহাটের হাঁসুড়ি গ্রাম থেকে বছর চল্লিশের গোপাল দাসকে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের জন্য বস্তাবন্দি করে খালে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছিল। স্বামী-স্ত্রী আলাদা থাকতেন। তাঁদের খোরপোষের মামলা চলছিল। তা থেকে রেহাই পেতেই এই খুন করা হয়েছে বলে তদন্তকারীদের দাবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দশেক আগে ওই এলাকার মনিরামপুর গোলাবেড়িয়া গ্রামের শেফালি দাসের (৩৫) সঙ্গে হাঁসুড়ির গোপালের বিয়ে হয়।

বিয়ের কয়েক বছর পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ছিল না। বছর চারেক আগে ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন শেফালি। পরে ডায়মন্ড হারবার আদালতে খোরপোষ আদায়ের মামলা দায়ের করেন। সেই মামলা এখনও চলছে। কয়েক মাস আগে ফোনে ফের স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক গড়ে ওঠে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পুলিশ জানিয়েছে, সম্প্রতি মহিলা ফের শ্বশুরবাড়িতে যাতায়াত শুরু করেছিলেন। ৯ তারিখ শনিবার গোপাল স্ত্রীকে ফোন করে তার বাড়িতে ডাকে। ওই দিনই দুপুরে শ্বশুরবাড়িতে যান শেফালি। তারপর থেকেই তাঁর ফোন বন্ধ ছিল। রবিবার সকালে মগরাহাটের বাগপাড়া গ্রামের কাছে খাল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার বস্তাবন্দি দেহ উদ্ধারের খবর চারদিকে রটে যায়। বুধবার দুপুরে শেফালির ভাই ও মামা মগরাহাট থানায় গিয়ে শেফালির দেহ দেখে শনাক্ত করেন। এরপরেই গোপালের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement