শাবানা বিবি।
এক গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শাবানা বিবি (২৫)। ওই বধূর বাবা বজরুর রহমানের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাড়ে তিন বছর আগে হাবরার আটুরিয়ার বাসিন্দা শাবানার সঙ্গে বিয়ে হয়েছিল দেগঙ্গার বাওরআঁটি গ্রামের সিরাজুল হকের। সিরাজুল দিনমজুরের কাজ করে। দম্পতির বছর দু’য়েকের একটি ছেলেও রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। পুলিশ জানিয়েছে, বুধবার ভোরে শাবানাকে বারাসত হাসপাতালে নিয়ে যায় সিরাজুল ও তার পরিবারের লোকেরা। এরপরেই শাবানার বাপের বাড়িতে ফোন করে তারা জানায়, পারিবারিক অশান্তির জন্য শাবানা বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকেরা জানিয়ে দেন, শাবানার মৃত্যু হয়েছে। অভিযোগ, হাসপাতালে শাবানার দেহ ফেলে পালায় সিরাজুলেরা।
পুলিশ জানিয়েছে, শাবানার বাবার অভিযোগের প্রেক্ষিতে সিরাজুল ও তার পরিবারের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের মামলা দায়ের হয়। সোমবার ময়না-তদন্ত করা হবে। ময়না-তদন্তের পরে বিষয়টি আরও পরিষ্কার হবে।
দোষীদের গ্রেফতারের দাবিতে বুধবার দেগঙ্গা থানার সামনে জড়ো হন শাবানার বাপের বাড়ির লোকজন এবং প্রতিবেশীরা। তাঁদের দাবি, সিরাজুল ও তাঁর পরিবারকে কঠিন সাজা দিতে হবে। সিরাজুলদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার পর থেকে শাবানার দু’বছরের ছেলেরও কোনও খোঁজ মিলছে না বলে জানান বজরুর। ছেলেকে নিয়েই সম্ভবত চম্পট দিয়েছে সিরাজুল, অনুমান পুলিশের।
বজরুক জানান, বিয়ের কিছু দিন পর থেকেই শাবানাকে মারধর করত স্বামী-শ্বশুর-দেওরেরা। তারাই শাবানাকে মারধর করে মুখে বিষ ঢেলে দিয়েছে বলে অভিযোগ। শাবানার গায়ে মারধরের চিহ্নও রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তাঁর কথায়, ‘‘শ্বশুরবাড়িতে অত্যাচারের কথা আমাদের জানিয়েছিল মেয়ে। শুধু ছোট ছেলেটার মুখ চেয়ে সব সহ্য করত। আমরা চাই, আমার মেয়েকে যারা এ ভাবে মেরে ফেলেছে তাদের কঠিন শাস্তি হোক।’’
দশমীর ভোরে উলুবেড়িয়ায় মিতা মণ্ডল নামে এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়। তাকে খুনের অভিযোগে স্বামী-সহ গ্রেফতার হয়েছে শ্বশুরবাড়ির লোকেরা। এরপরেই গ্রেফতার করা হয় তাঁর স্বামীকে।
ডায়মন্ড হারবারেও ৩ অক্টোবর বিষক্রিয়ার ফলে মৃত্যু হয় এক বধূর। বধূহত্যা নিয়ে রাজ্যে যে ভাবে তোলপাড় হচ্ছে। সেখানে ফের এক বধূমৃত্যুর ঘটনা ঘটল দেগঙ্গার গ্রামে।