খন্দে ভরা রাস্তা। নিজস্ব চিত্র।
দূর থেকে দেখলে মনে হবে ডোবা!
রায়দিঘির কাছারি মোড় থেকে নলগোড়া খেয়াঘাট প্রায় ৪ কিলোমিটার রাস্তার মধ্যে ১ কিলোমিটার রাস্তার অবস্থা খুবই খারাপ। খানা খন্দে ভরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে মানুষ নাজেহাল হয়ে যাচ্ছেন। তার মধ্যে বর্ষায় জল জমছে।মথুরাপুর ২ বিডিও মোনালিসা তিরকে বলেন, ‘‘পূর্ত দফতরের এই রাস্তাটি সারানোর জন্য বিভাগীয় দফতরে একাধিকবার জানানো হয়েছে। আবার বিষয়টিকে নজরে আনতে হবে।’’ বাসিন্দারা জানান, প্রায়শই ওই রাস্তায় পড়ে গিয়ে হাত পা ভাঙছে। ওই রাস্তা পেরিয়ে যেতে হয় দু’টি হাইস্কুল ও কয়েকটি প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের।
তা ছাড়া, রায়দিঘি গ্রামীণ হাসপাতালে যেতে হলে ওই রাস্তা দিয়েই যেতে হয়। রোগী নিয়ে যেতে সমস্যা হয়। বিশেষ করে রাতে ওই রাস্তায় বেরোতে ভয় পান স্থানীয় মানুষজন।কুমড়োপাড়া পঞ্চায়েতের তৃণমূলের সম্পাদক সুনীল পুরকাইত বলেন, ‘‘রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কার হয়নি। সংস্কারের জন্য একাধিকবার ব্লক প্রশাসনকে বলা হয়েছে। ব্যবস্থা নেওয়া হচ্ছে না