Higher Secondary Exam 2024

আর্থিক অনটন পেরিয়ে ভাল ফল বিলাসের

রায়দিঘি ও পাথরপ্রতিমা সংযোগকারী মণি নদী লাগোয়া কুয়েমুড়ি গ্রামের বাসিন্দা বিলাস একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মথুরাপুর শেষ আপডেট: ১০ মে ২০২৪ ০৭:২৮
Share:

মায়ের সঙ্গে বিলাস নাইয়া। নিজস্ব চিত্র।

ছোটবেলায় বাবাকে হারিয়েছে ছেলেটি। মা কলকাতায় গৃহসহায়িকার কাজ করেন। অভাব-অনটন নিত্যসঙ্গী। এই প্রতিকূল পরিস্থিতিতেও পড়াশোনা চালিয়ে উচ্চ মাধ্যমিকে ভাল ফল করল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্র বিলাস নাইয়া। তার প্রাপ্ত নম্বর ৪৬৪।

Advertisement

রায়দিঘি ও পাথরপ্রতিমা সংযোগকারী মণি নদী লাগোয়া কুয়েমুড়ি গ্রামের বাসিন্দা বিলাস একটি স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা চালিয়েছে। হস্টেলে থাকত সে। ভবিষ্যতে বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করতে চায়। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন।‌ বিলাস পড়াশোনার পাশাপাশি ভাল ছবিও আঁকে।

বিলাস বলে, ‘‘আমার স্কুল ও স্বেচ্ছাসেবী সংস্থার সাহায্যে এতটা পথ এগিয়েছি। বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করার ইচ্ছে আছে। কিন্তু পরিবারের সেই সাধ্য নেই। জানি না পছন্দের বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ হবে কি না।’’

Advertisement

কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দনকুমার মাইতি বলেন, ‘‘বিলাস খুবই পরিশ্রমী ও মেধাবী ছাত্র। কোনও সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান বিলাসের পাশে এসে দাঁড়ালে ও স্বপ্নপূরণের দিকে অনেকটা এগিয়ে যেতে পারবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement